আমেরিকা ১ টাকা বাংলাদেশের কত টাকা :আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সুবিধার্থে নিয়ে এলাম এই কনটেন্ট টি। এই কন্টেন্ট লেখার মূল উদ্দ্যেশ্য হচ্ছে আমেরিকা ১ টাকা বাংলাদেশের কত টাকা।
আপনাদের অনেকেই হয়তো বিদেশে অবস্থান করে থাকে কিংবা আপনিও বিদেশে থাকেন। তাই আপনাদের খুব সময় ডলার এবং টাকার মান জানতে হয়। বিশেষ করে যারা নতুন বিদেশ যায় কিংবা নতুন কোনো ফ্রিল্যান্সার যারা কারেন্সি কোনো ওয়েবসাইট থেকে কনভার্ট করতে চাই তারা এই ডলার ও টাকার মান সম্পর্কে বিপাকে পড়ি।
আপনারা যাতে বিপাকে না পড়েন, তাই আমি এই কন্টেন্টে আপনাদের বুঝিয়ে দিবো। এক ডলার সমান কত টাকা.? আসলে আমরা বাঙালিরা বলি যে আমেরিকার টাকা সমান বাংলাদেশের টাকা কত? কিন্তু কথাটি কিতটুকু যথাযোগ্য তাও ভাবার বিষয়।
সত্যি কথা বলতে আমরা অনেকেই বলি যে, আমেরিকার এক টাকা সমান বাংলাদেশের কত টাকা। কিন্তু বাক্যের অর্থের দিক বিবেচনা করলে এর সঠিক উচ্চারণ দাড়াত, ” আআমেরিকার এক ডলার সমান বাংলাদেশী কত টাকা? ” যেহেতূ, আমেরিকার কারেন্সির নাম ডলার। তো কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাই।
আমেরিকা ১ টাকা বাংলাদেশের কত টাকা?
আমেরিকার ১ ডলার বাংলাদেশের কত টাকা, এ বিষয়ে জানতে হলে আমাদের গুগল কারেন্সি কনভার্টার ব্যবহার করতে হবে. নিচের স্ক্রিনশট টি লক্ষ্য করুন
এখানে আমারা দেখতে পাচ্ছি, আমেরিকান 1 ডলার সমান বাংলাদেশের 85 দশমিক 91 টাকা। তবে যেকোনো মুহূর্তে এই দামের পরিবর্তন ঘটতে পারে। তবে বিগত দিন থেকে টাকা ওর ডলারের মানের পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে এক ডলার সমান 81 থেকে 87 টাকা। সেই নির্দিষ্ট মনের মধ্যেই টাকা থেকে ডলারের মান নির্ধারিত থাকে। তবে এই মানটি শুধুমাত্র আমেরিকার ডলারের জন্য প্রযোজ্য।
ডলার স্থায়ী এবং অস্থায়ী দেশ হিসেবে অনেকগুলো দেশ নিজেদের কারেন্সি হিসেবে ব্যবহার করে।
তাদের প্রত্যেকের ডলারের মান সমান বাংলাদেশি টাকা ভিন্ন ভিন্ন। আজকের বিকেলে পুরো সবগুলো দেশের ডলারের মান দেওয়া সম্ভব না হলেও, কয়েকটি দেশের ডলার মান দেওয়ার চেষ্টা করছি।
পড়তে থাকুন, আমেরিকা ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা ?
১ অস্ট্রেলিয়ান ডলার সমান কত টাকা ?
অস্ট্রেলিয়ান ডলার আছে অস্ট্রেলিয়া কারেন্সি। নিচের স্ক্রিনশটটি লক্ষ করলেই আমরা বুঝতে পারবো এক অস্ট্রেলিয়ান ডলার সমান বাংলাদেশের কত টাকা
এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ৬১.৯২ টাকা সমান অস্ট্রেলিয়ান ১ ডলার। অর্থাৎ অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশের 61 দশমিক 92 টাকা। তবে সময়ের সাথে টাকার মান পরিবর্তন হতে পারে।
এই তথ্যগুলো, গুগোল এবং উইকিপিডিয়া সহ বিশ্বস্ত সাইট থেকে সংগ্রহ করা।
এক সিঙ্গাপুরি ডলার সমান বাংলাদেশের কত টাকা ?
সিঙ্গাপুরের ব্যবহারের একটি কারেন্সির নাম হচ্ছে ডলার সিঙ্গাপুরিয়ান ডলার। নিচের স্ক্রিনশটটি লক্ষ করলেই আমরা বুঝতে পারবো আসলে এক সিঙ্গাপুরি ডলার সমান কত টাকা।
এখানে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের 62.93 টাকা সমান এক সিঙ্গাপুর ডলার। অর্থাৎ আমরা এভাবে বলতে পারিনি যে সিঙ্গাপুর ডলার সমান 62.93 টাকা।
১ নিউজিল্যান্ড ডলার সমান কত টাকা?
ডলার কারেন্সি হিসেবে ব্যবহার করে এরকম একটি দেশ নিউজিল্যান্ড সহ। তবে এর ডলারের দাম যুক্তরাষ্ট্রের ডলার দামের তুলনায় অনেক কম। নিচের স্ক্রিনশটটি দেখলেই বুঝতে পাবো যে এক নিউজিল্যান্ড ডলার সমান বাংলাদেশের কত টাকা?
এখানে আমরা দেখতে পাচ্ছি এক নিউজিল্যান্ড ডলার সমান 58.0 7 টাকা। অর্থাৎ আমরা যদি কেউ টাকা থেকে নিউজিল্যান্ড ডলার কনভার্ট করতে চাই তাহলে আমাদের ব্যাংকে প্রত্যেক নিউজিল্যান্ড ডলার এর জন্য 58.07 টাকা প্রদান করতে হবে।
Read more contents,
- আমি কিভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করব?(সহজ ৬ টি পদ্ধতি)
- গুগল ট্রান্সলেট: গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ করব কিভাবে?
- নেগেটিভ অর্থ কি? নেগেটিভ শব্দের অর্থ কি?
- গেম ডাউনলোড করার অ্যাপস| গেমস ডাউনলোড করার ওয়েবসাইট
আমেরিকান ডলার রেট কত
বর্তমান ডলারের কারেন্সি অনুযায়ী এক ডলার সমান বাংলাদেশের 85 দশমিক 91 টাকা। এই ডলারের মান বিভিন্ন দেশের কারেন্সির সাথে বিভিন্ন রকমের হতে পারে। তবে এই মানটি শুধু টাকার ক্ষেত্রে প্রযোজ্য।
এরপর আবার যদি, ডলার থেকে রুপিতে করতে চাই তাহলে আরো কম পড়বে। আমার নাম্বার থেকে যদি ইউরো করতে যাই তাহলে ডলারের মান থেকে ইউরো এর মান অনেক বেশি। তাই বেশি ডলার খরচ করে কম পরিমাণে পাওয়া যায়।
পড়তে থাকুন ,আমেরিকা ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা ?
১০০ ডলার বাংলাদেশের কত টাকা
বিশেষ করে আমাদের দেশে যারা ফ্রিল্যান্স এবং ব্লগার তাদের কাছে এই 100 ডলার মানটি অনেক পরিচিত। যখন অ্যাডসেন্সে 100 ডলার পূর্ণ হয় তখন টা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করলে টাকা হাতে পাওয়া যায়। তখন তারা হিসাব করে দেখে যে 100 ডলার সমান কত টাকা হয়,?
আমি বর্তমান ডলারের দাম অনুযায়ী 100 ডলার সমান কত টাকা হয় তা দেখাচ্ছি! আমরা জানি , এক ডলার সমান 85 দশমিক 92 টাকা। সুতরাং 100 ডলার সমান 8592 টাকা।
১০০০ ডলার বাংলাদেশের কত টাকা
উপরিক্ত হিসাব অনুযায়ী আমরা এই সবকিছু করতে পারি, সুতরাং বলতে পারি যেহেতু এক ডলার সমান 85 দশমিক 92 টাকা সুতরাং আবার 1000 ডলার সমান 85 হাজার 920 টাকা ।
আমাদের শেষ কথা,
আশাকরি আপনাদের ভাল লেগেছে, আমাদের এই আর্টিকেলটি আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা ? আমি আমার সাধ্যমত বিভিন্ন রকম তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি এই গানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
আর আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
>>>>>Related Contents<<<<<