গুগল একাউন্ট কিভাবে খুলে |জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয়?
জিমেইল হচ্ছে গুগল কতৃক তৈরি একটি প্লাটফর্ম যেখান থেকে মানুষজন ফ্রিতে ই-মেইল পাঠাতে পারবে। ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রোনিক মেইল এবং জিমেইল এর পূর্ণরূপ হচ্চে গুগল মেইল । এই পোষ্টে আমি, গুগল একাউন্ট কিভাবে খুলে এ নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো। মোট চারটি ধাপে জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় তা দেখাবো।
জিমেইল কি?গুগল একাউন্ট কি?
আমি আগেই বলেছি গুগল মেইল বা জিমেইল, যা-ই বলেন না কেনো, এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস মাত্র।আগে মানুষ যোগাযোগের জন্য চিঠি পাঠাত কবুতরের মাধ্যমে, কালের আবর্তনে মানুষ তারপর একটা সময় পোষ্টমাষ্টারের মাধ্যমে চিঠি পাঠাত।
কিন্তু এখন আধুনিক যুগ চলছে। সময় চলে যাওয়ার সাথে মানুষ স্মার্ট হতে শিখেছে। এখন মানুষ আর লোক দিয়ে কিংবা কবুতর দিয়ে চিঠি পাঠায় না, তারা যোগাযোগ করে ইন্টারনেট দিয়ে ইলেকট্রনিক মেইলের মাধ্যমে।এই প্রযুক্তি ব্যবহার করে মানুষ পৃথিবীর যেকোনো প্রান্তে যোগাযোগ করতে পাচ্ছে।
গুগল মেইল বা জিমেইল হচ্ছে সেইরকম একটা প্রযুক্তি। গুগলের এই প্রোডাক্টটি তারা অফিসিয়ালি লাঞ্চ করে ১ এপ্রিল ২০০৪ সালে।সেই দিন থেকে তাদের কঠোর প্ররিশ্রমের ফলে জিমেইল বর্তমানে মোটামুটি মানের ডেভেলপ করেছে।
গুগল একাউন্ট কিভাবে খুলে?
জিমেইল একাউন্ট খোলা কোনো বেপার না। আমার কথা গুলো অনুসরণ করুন দেখবেন কাজ হয়ে যাবে। আমি একবার মোবাইলের ব্রাউজার দিয়ে গুগল একাউন্ট তৈরি করে দেখাবো। আরেকবার জিমেইল সফটওয়্যার দিয়ে গুগল একাউন্ট তৈরি করে দেখাবো। নিচে প্রথমে সফটওয়্যার দিয়ে দেখানো হলো, তারপর আমরা মোবাইলের ব্রাউজার দিয়ে গুগল একাউন্ট তৈরি করে দেখাচ্ছি।
সফটওয়্যার দিয়ে কিভাবে গুগল একাউন্ট তৈরি করবো?
Step-1:
প্রথমে আপনারা আপনার মোবাইলের জিমেইল সফটওয়্যারটি ওপেন করেন।তারপর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।তবে কম র্যাম ওয়াল মোবাইলগুলোতে একটু সময় নিতে পারে।এখানে নেটওয়ার্কের ভূমিকাও আছে।
তবে আপনার ফোনে জিমেইল সফটওয়্যার ডাউনলোড করা না থাকলে আপনি প্লে স্টোর থেকে ইনষ্টল করে নিতে পারেন। সেখানে গিয়ে সার্চ করবেন ” Gmail”। তাহলেই পেয়ে যাবেন।অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি ওপেন হলে সেখান থেকে গুগল লেখাটি সেলেক্ট করুন। এবং কিছুক্ষণ করুন।
Step-2:
এরপর আপনার কাছে নিচের মত করে একটা স্ক্রিন ওপেন হবে। সেখান থেকে Create Account এ চাপ দিন।তারপর সেখানে দুটি অপসন দেখাবে, একটি for yourself আরেকটি foy your business। আপনি যদি নিজের জন্যে মেইল বানাতে চান তাহলে প্রথমেরটা অথবা ব্যাবসার জন্যে খুলতে চাইলে পরারটাতে চাপুন এবং অপেক্ষা করুন।আমরা উদাহরণ হিসেবে for yourself সেলেক্ট করলাম।( পড়তে থাকুন গুগল একাউন্ট কিভাবে খুলে)
step-3:
এরপর আপনাকে নাম দিতে হবে।নাম বলতে আপনার নামের প্রথম অংশ আগের বক্সে দিতে হবে আর পরের অংশ পরের বক্সে দিতে হবে।নিচে দেখানো হলো
নাম সেলেক্ট করার পর আপনাকে বয়স এবং লিঙ্গ ঠিক করতে হবে।এখানে একটু ভালো করে পূরণ করে দিবেন। বয়সের জায়গায় দিন, মাস, বছর এবং লিঙ্গের জায়গায় আপনি পুরুষ হলে Male মহিলা হলে female সেলেক্ট করবেন।তারপর next এ ক্লিক করবেন । নিচে দেখুন।তবে বছরের জায়গায় পুরো সাল উলেখ করবেন। যেমন ২০০০ সাল কিংবা ১৯৯৯ সাল।
step-3:
এরপর আপনি কিছু মেইল এড্রেস দেখতে পবেন। যেগুলো হবে আপনার ভবিষ্যত মেইল ঠিকানা। সেই ঠিকানা গুলো আপনার মনমত হলে আপনি সেলেক্ট করতে পারেন নয়তো আপনি নিজে নিজে একটা মেইল ঠিকানা তৈরি করার সুবিধা পাবেন।
এজন্য আপনাকে Create your own gmail address আ ক্লিক করতে হবে। ইচ্ছামত মেইল এড্রেস তৈরি করে Next এ ক্লিক করতে হবে নিচের স্কিনশটে দেখুন
Step-4:
এরপর আপনাকে একটি নাম্বার Add করতে হবে.। আপনি চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন।পরে একাউন্টের সিকিউরিটির জন্যে আপনাকে পরে হলেও নাম্বার এড করে নিতে হবে।নিচের স্ক্রিনশট দেখুন
নাম্বার আড করার পর আপনাকে জিমেইল ভেরিফাই করতে হবে।ভেরিফাই করার জন্য আপনার মোবাইলে একটা কোড আসবে, গুগলে তা ইনপুট করে ভেরিফাই করে নিতে হবে। এরপর হয়ে গেলো আপনার কাজ। এখন আপনাকে গুগলের সকল নীতি মানার জন্য “I agree” তে চাপ দিতে হবে.।নিচের স্ক্রিনশট দেখুন
তারপর আপনাকে আপনার মেইলে নিয়ে যাবে যেটা এখনে তৈরি করলেন।তারপর আপনি আপনার তৈরিকৃত মেইল সেলেক্ট করে নিচের দিকে লেখা “Take me to mail” এ ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে মেইলে নিয়ে যাবে। হয়ে গেলো আপনার মেইল তৈরি।
অবশই পড়ুন,
- কম দামে ভালো ফোন এর কিছু তালিকা।
- চিঠি লেখার নিয়ম। সহজ কিছু ট্রিকস।
- পাকিস্তানি গান ডাউনলোড করুন।পাকিস্তানি গান।
ব্রাউজার দিয়ে গুগল একাউন্ট কিভাবে তৈরি করবো?
ব্রাউজার দিয়ে গুগল একাউন্ট কিভাবে খুলে? আসলে ব্রাউজার দিয়ে মেইল একাউন্ট তৈরি করা আরোও সহজ । প্রথমে আপনাকে গুগল মেইলের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে আগের নিয়মে সব কিছু করতে হবে। গুগল মেইল ওয়েবসাইটের লিংক mail.google.com এখান থেকে আপনি মেইল খুলতে পাবেন।
Step-1:
উপরিউক্ত লিংকে প্রবেশ করার পর আপনাকে একটা ইন্টারফেস দেখাবে। সেখান থেকে নিচের অপশনটিতে ক্লিক করতে হবে।
আর যদি আপনার আগে থেকে মেইল খুলা থাকে তাহলে বাম পাশে সবার উপরে থ্রি ডটস এ ক্লিক করুন। তারপর যেই মেইল খুলা আছে সেই মেইলের উপর ক্লিক করুন তাহলে উপরের মত একটা ইন্টারফেস চলে আসবে।
Step-2:
এখন আপনাকে create mail এ চাপতে হবে। তারপর নাম, বয়স৷ লিঙ্গ দিতে হবে। যেমনটা আমরা আগেই দিয়ে ছিলাম। এজন্য এখানে স্ক্রিনশট দিলাম না।
Step-3:
এরপর ইচ্ছামত মেইল এড্রেস তৈরি করে নাম্বার যোগ করে নিন।আপনি চাইলে পরেও নাম্বার যোগ করতে পারেন। তারপর গুগলের নীতি মেনে নিয়ে I Agree তে ক্লক করুন। তারপর মেইল সেলেক্ট করে Take me to mail এ ক্লিক করুন। হয়ে গেলো ব্রাউজারের মাধ্যমে গুগল একাউন্ট তৈরি করা।
গুগল একাউন্ট তৈরি করে এর ব্যবহার
আগে বলুন আপনারা কি বুঝছেন, গুগল একাউন্ট কিভাবে খুলে? আপনি যেখানেই যান না কেন, আপনাকে গুগল মেইল দিয়ে ভেরিফাই করতে হবে। এটা আপনার এক্সট্রা সিকিউরিটি প্রদান করবে।
আপনাকে যেকোনো সফটওয়্যারে প্রবেশের আগে মেইল দিয়ে ভেরিফাই করতে হয়। তাই এই গুল মেইল ব্যবহার করে আপনি এসব কাজ করতে পারেন।যেমনঃ ক্রোম ব্রাউজার, ইউটিউব ইত্যাদি।
এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রার, বিভিন্ন তথ্য সংরক্ষণ, ইত্যাদি কাজে গুগল মেইল লাগে। এ নিয়ে অন্য একটি কন্টেন্ট লিখতে হবে।
Read more
- মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ কত প্রকার ও কি কি?
- পদার্থ কাকে বলে? পদার্থ কি? পদার্থ কত প্রকার?
আজকে যা শিখলাম,
আজকে আমি যা বর্ণনা করেছি তা হলো, google account kivabe khula hai, আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন। এছাড়াও যারা google account কিভাবে খুলতে হয় এটা ভালো করে বুঝতে পারেন নি, তাদের বলছি পোষ্টটা একটু ভালো করে পড়েন। তারপরও বুঝতে না পরলে কমেন্ট করেন।
আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।