Skip to content

নাম রিংটোন ডাউনলোড|নিজেই নাম রিংটন ডাউনলোড করুন খুব সহজেই।

আপনি হয়ত নাম রিংটোন ডাউনলোড করতে চাচ্ছেন।যদি তাই হয় তাহলে আমাদের এই আর্টিকেলটি একটু ভালো করে পড়ুন দয়া করে। আমরা এখানে বিস্তারিত লিখেছি। যদি ভালো ভাবে পড়েন তাহলেই কেবল বুঝতে পাবেন কিভাবে নিজের নামে রিংটোন ডাউনলোড করতে হয়।

তো আমাদের আর্টিকেলে যা যা থাকছে,

  • নাম রিংটোন ডাউনলোড করার সফটওয়্যার।
  • নাম রিংটন ডাউনলোড করার ওয়েবসাইট।
  • সহজেই কিভাবে নাম রিংটন ডাউনলোড করবো?
  • নাম রিংটন ডাউনলোড করার এপ্স।

এসব বিষয় নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা।

নিজের নামে রিংটন কেন লাগে?

আমাদের দেশের অনেক মানুষ আছেন হাস্যরস্য যার কিনা তাদের প্রিয়জনদের কে হঠাৎ চমকে দিতে চায়।অধিকাংশ তারাই এ নিজের নামে রিংটন ডাউনলোড করে। আপনি এদের একজন কিনা তা জানি না। তবে শুধু যে এই কারণে এই সব রিংটন ব্যবহার করা হয় তা কিন্তু নয়।প্রিয়জন কে সুন্দর এক অনুভূতি উপহার দিতেও এই রিংটন ব্যবহার করা হয়।

এছাড়াও কেউ কেউ মোবাইলের এসব ভারী রিংটন সহ্য করতে পারে না। তারাও মূলত এই রিংটন ব্যবহার করেন। সত্যি কথা বলতে যখন কেউ ফোনের ডিফল্ট রিংটোন ব্যবহার করে তখন সেটা অনেকাংশে গানের মত শুনা যায়। যার ফলে মানুষরা ভুলে যায় যে কেউ একজন তাকে ফোন দিয়েছে। সে ফোন ধরা বাদ দিয়ে ঘুমের ঘোরে গান শুনে।সুন্দর রিংটোন ডাউনলোড করতে হয় এ জন্য।

তাছাড়া মোবাইলের যে সব ডিফল্ট গানের রিংটোন আছে সেগুলো পরিবেশবান্ধব নয়। যেকোনো সময় গান বেজে উঠে আশেপাশের পরিবেশ নষ্ট করে দিতে পারে। তবে চিন্তা করবেন না, আমি যেসব ওয়েবসাইট এবং সফটওয়্যার এর নাম বলবো সেখান থেকে আপনি যে রিংটোন ডাউনলোড করবেন তা সম্পূর্ণ মিউজিক লাগা থাকবে।এই নাম রিংটোন এর বিশেষত্ব হলো আপনি চাইলে ভারী বা হালকা মিউজিক লাগাতে পারবেন কিংবা মিউজিক বিহীণ নাম রিংটোন তৈরি করতে পাবেন।

বাংলায় নিজের নামে রিংটোন তৈরি করুন খুব সহজেই। এক কথায় আমরা বলতে পারি নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে মাত্র।

ওয়েবসাইট দিয়ে নাম রিংটোন ডাউনলোড।

নাম রিংটন ডাউনলোড করার জন্য সবচেয়ে ভাল মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। কেন নাম রিংটন ডাউনলোড এর জন্য ওয়েবসাইটকে বেশি সুবিধাজনক বললাম তারও কারোণ আছে। মনে করেন আপনার নাম রিংটন ডাউনলোড করার ইচ্ছা জাগল, সাথে সাথে আপনি একটি ওয়েবসাইটে ঢুকলেন ,আপনার নাম দিলেন এবং সাথে সাথে রিংটন ডাউনলোড করে সেট করে নিলেন। এজন্য কে খুব সহজে বলা হয়।

এটিকে ওয়েবসাইট দিয়ে রিংটোন ডাউনলোড করার জন্য কোন কিছু ইন্সটল দিতে হয় না যা সফটওয়্যার এর ক্ষেত্রে প্রযোজ্য। সফটওয়্যার দিয়ে রিংটোন ডাউনলোড করতে গেলে আগে সফটওয়্যার ইনস্টল করা প্রয়োজন তারপর ডাউনলোড করতে হয়। কিন্তু আপনি যখন ওয়েবসাইট থেকে রিংটোন ডাউনলোড করবেন তখন কোন কিছু ইন্সটল দিতে হয় না।

তবে সফটওয়্যার দিয়ে রিংটোন ডাউনলোড করার অসুবিধা আছে। যারা সর্বজনীন এবং সব সময় নতুন নতুন রিংটোন খুঁজে থাকেন তাদের জন্য সফটওয়্যার ডাউনলোড করা শ্রেয়। কারণ সফটওয়্যারে নিয়মিত নতুন নতুন রিংটোন এর আপডেট করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে তিনটি ওয়েবসাইট এর সম্পর্কে জেনে নিন যেগুলো দিয়ে আমাদের নাম ব্যবহার করে রিংটোন ডাউনলোড করতে পারব।

FDMR

সংক্ষেপে FDMR একটি রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট। FDMR বাংলা রিংটোন প্রায় অনেক মানুষের কাছেই প্রিয় ওয়েবসাইট এবং বেশ পরিচিত।fdmr এর পূর্ণরূপ হচ্ছে free download mobile ringtones। আপনি গুগলে fdmr লিখে সার্চ দিলে কিংবা freemobileringtones.com এ ঢুকলে এই ওয়েবসাইটটি কে পাবেন। দেখে মনে হচ্ছে এটি শুধু মোবাইল রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট। কিন্তু না এখান থেকেই আপনি নাম রিংটন ডাউনলোড করতে পারবেন। নাম রিংটোন হচ্ছে এ ওয়েবসাইটের একটি ক্যাটাগরি। যা ব্যবহার করে বহু মানুষ তাদের প্রিয় নাম রিংটন ডাউনলোড করে।

FDMR ওয়েবসাইট থেকে কিভাবে নাম রিংটোন ডাউনলোড করবেন?

প্রথমে আমাদের দেওয়া এই লিঙ্কে ঢুকুন। তারপর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

নাম রিংটোন ডাউনলোড

এখানে যে সার্চবক্স টি দেখতে পাচ্ছেন সেখানে আপনার নাম টাইপ করুন। তবে নাম টাইপ করার ক্ষেত্রে মনে রাখবেন আপনার নাম কখনোই বাংলায় কিংবা হিন্দিতে টাইপ করবেন না। আপনি যদি সত্যিকার অর্থে রিংটোন পেতে চান তাহলে নাম ইংরেজিতে টাইপ করবেন।

নাম টাইপ করার পর ডানপাশের সবুজ রঙের সার্চ বাটন টি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। এবং এরপর আপনাকে নিচের মত একটি পেজ এ নিয়ে যাবে।

নাম রিংটোন ডাউনলোড

এখানে আপনাকে বিভিন্ন ধরনের রিংটোন দেখাচ্ছে। যেগুলো আপনার নামের সাথে মিল রয়েছে। এক্ষেত্রে ভারতীয়রা বেশি সুবিধা পেয়ে থাকে। আমাদের পশ্চিমবাংলার ভাইদের জন্য এখানে হিন্দিতে নামের রিংটোন সহ থাকে। রিংটোন টি তে কিভাবে কথা বলা হবে তা এখানে বলে দেওয়া আছে। আপনি আপনার সুবিধামতো পরে যেকোনো একটি বেছে নিবেন এবং সেই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরো একটি পেজ ওপেন হবে। সেখান থেকে আপনাকে নিচের মত ডাউনলোড অপশনটি বেছে নিতে হবে।

নাম রিংটোন ডাউনলোড

এই ডাউনলোড লেখায় ক্লিক করলেই আপনাকে অডিওটি দেওয়া হবে এবং অটোমেটিক অডিও টি চালু হয়ে যাবে। অডিও প্লেয়ার এর ডানপাশে থ্রিডি চিহ্ণের একটি অপশন আছে। সেখানে ক্লিক করা মাত্রই ডাউনলোড অপশন দেখতে পাবেন। আমি নিচে কিছু স্ক্রিনশট দিয়েছি যেখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে।

নাম রিংটোন ডাউনলোড

এই ডাউনলোড অপশন পেয়ে গেলেই আপনি সেখানে ক্লিক করবেন এবং ডাউনলোড করে নিবেন ।

 

FDMG ব্যবহারের সুবিধা?

এটি মূলত একটি ভারতীয় ওয়েবসাইট। যেখানে হিন্দি এবং ইংরেজিতে নামে রিংটোন তৈরি হয়ে থাকে। তাই এখানে মূলত ভারতীয়রা বেশি সুবিধা পেয়ে থাকে। তবে বাংলাদেশে যারা হিন্দি রিংটোন ভালবাসেন তাদের জন্য এই ওয়েব সাইটটি অনেক ভাল মনে হবে আশা করি।

এছাড়াও যারা ইংরেজি রিংটোন ভালোবাসেন তাদের জন্য ভালো মানের রিংটোন এই ওয়েবসাইটে আছে। তাছাড়া আপনি কোন ওয়েবসাইট পাবেন না যেখানে বাংলা ভাষায় নামের রিংটোন তৈরি করা হয়।

আরো পড়ুন,

Ringtonezip.xyz

এই ওয়েবসাইটটি মূলত ডিজাইন করা হয়েছে নাম রিংটোন বানানোর জন্য। এ ওয়েবসাইটের ডিজাইন অত্যন্ত সাধারণ মানের। যে কেউ খুব সহজে এখান থেকে নিজের নাম দিয়ে রিংটোন ডাউনলোড করতে পারবে।

এই ওয়েবসাইটটি দিয়ে সার্চ দিতে হলে আগে যা জানতে হবে?

  • নামের প্রথম অংশ কিংবা ডাকনাম ব্যবহার করবেন। তবে একটি শব্দ।
  • নামের শুরুতে কখনোই mr. বা Mrs.ব্যবহার করবেন না।
  • কোন ধরনের রিংটোন mp3 বা mp4 এর নাম ব্যবহার করবেন না। তাহলে আপনার নামের রিংটোন খুঁজে পাবেন না।
  • নাম টাইপ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে নামের অক্ষর ভুল না হয়।

এই ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন তা জেনে নিন?

১। প্রথমে আপনার যে কোন একটি ব্রাউজার এ গিয়ে সার্চ বারে টাইপ করুন Ringtonezip.xyz । এরপর সার্চ দিয়ে সেই ওয়েব সাইটে ঢুকুন। ঢোকার পর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

নাম রিংটোন ডাউনলোড

এখানকার সাদা সার্চ বক্সে আপনার নাম লিখুন ইংরেজিতে। তারপর সার্চ বক্স এর ডানপাশে সার্চ বারে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনাকে দেখানো হবে বিভিন্ন ধরনের রিংটোন যা আপনার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন ধরেন আপনার নাম যদি রিয়াদ হয় তাহলে আপনাকে এইসব রিংটোন দেখাবে, আসসালামু আলাইকুম রিয়াদ, রিয়াদ সাহেব ফোনটা ধরেন ইত্যাদি ইত্যাদি।

নাম রিংটোন ডাউনলোড করার জন্য

এখান থেকে আপনাকে মন মত একটি রিংটোন বেছে নিতে হবে এবং রিংটোন এর নিচে ডান পাশে ভিজিট লেখাটিতে ক্লিক করতে হবে। এরপর আপনাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানেই আপনি কাঙ্খিত ডাউনলোড অপশনটি খুজে পাবেন। আসলে এই ওয়েবসাইটটি নিজে নিজে রিংটোন তৈরি করতে পারে না। বিভিন্ন ওয়েবসাইট থেকে রিংটোন কালেক্ট করে আপনার সামনে উপস্থাপন করে। তবে এরপর আপনার সামনে যে পেজটি ওপেন হবে আপনি অবশ্যই সেখানে ডাউনলোড অপশনটি খুজে পাবেন।

Prokerala

এটি বর্তমানে নাম দিয়ে রিংটোন ডাউনলোড করার সবচাইতে জনপ্রিয় ওয়েবসাইট। তবে এই ওয়েবসাইটটি কে নিচে রাখার কারণ আমাদের অনেক আছে। তবে সেগুলো বললাম না।

এই ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে নাম রিংটন ডাউনলোড করবেন?

রিংটোন ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে prokerala এই সাইটে যেতে হবে। এই সাইটে গিয়ে একটি ইন্টারফেস পাবেন এবং সেখানে নিচের মত একটি অংশ দেখতে পাবেন।

Nam ringtone download

উপরে পিকচার দেখা যাচ্ছে সেখানে নাম দেওয়ার জন্য ঘর রয়েছে। আপনি নাম দেওয়ার ঘরের নাম লিখবেন ইংরেজিতে এবং সেখানে আপনার পছন্দের বাক্য সিলেক্ট করবেন। বাক্য সিলেক্ট করার পর নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিক এর অপশন আছে, আপনি সেখানে আপনার পছন্দের যে কোন একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারবেন। উল্লেখ্য এখানকার 6 টি ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, Phone bell, Messege Tone , Romantic, Theme Music, Alarm, iphone Ringtone । একাজগুলো সবকিছু ঠিকঠাক করার পর make ringtone এ ক্লিক করবেন। তারপর নিচের মত একটি স্ক্রীন আপনার ফোনে ভেসে উঠবে ‌

Nam ringtone download

এখানে আপনার ভলমাতে তৈরি করা মিউজিক শোনা যাবে। আপনি চাইলে সেগুলো সেখানে ডাউনলোড করতে পারবেন।Download Mp3 তে চাপ দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

এই ছিল আমাদের হাতে তিনটি সেরা ওয়েবসাইট যেগুলো 2 আপনি নাম রিংটোন ডাউনলোড করতে পারবেন।

সফটওয়্যার দিয়ে নাম রিংটন ডাউনলোড।

আসলে সফটওয়্যার দিয়ে নামের রিংটোন বানার সহজ হলেও সফটওয়্যার এর সংখ্যা খুবই কম। আমরা আপনাদেরকে মাত্র একটি সফটওয়ারের নাম বলছি যেটি দিয়ে আপনি খুব সহজেই আপনার নামের রিংটোন তৈরি করতে পারবেন। আর সেই সফটওয়্যারটির নাম হচ্ছে my name ringtone maker.

My Name Ringtone Maker

আমার মতে রিংটোন তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে ভালো। এটাতে ভালো তা যাচাই করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যেতে পারেন এবং সেখানে এই সফটওয়্যার রিভিউ গুলো দেখতে পারেন। অধিকাংশ মানুষ এই সফটওয়্যার টি সম্পর্কে ভালো কথা বলেছে।

আপনি যদি সফটওয়্যার দিয়ে নাম রিংটোন বানাতে চান তাহলে এই সফটওয়্যারটি প্লেস্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। প্লে স্টোর থেকে ডাউনলোড এর লিঙ্ক Download it

আরো পড়ুন,

পরিশেষে,

আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে নাম রিংটোন ডাউনলোড করতে হয়। যদিও বাংলা নাম রিংটোন ডাউনলোড করার জন্য আলাদা কোন ওয়েবসাইট নাই, আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কোন ওয়েবসাইট দেওয়ার জন্য।

আশাকরি আমাদের এই আর্টিকেলটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই ।ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *