Skip to content

নেগেটিভ অর্থ কি? নেগেটিভ শব্দের অর্থ কি?

নেগেটিভ অর্থ কি?- নেগেটিভ ইংরেজি শব্দ, যার উচ্চারণ হবে ” Negative “।নেগেটিভ শব্দের অনেক আভিধানিক অর্থ রয়েছে।এই আর্টিকেলে সেই অর্থগুলোর প্রায়োগিক দিকগুলোও আমি আপনাদের সমনে তুলে ধরবো।

নেগেটিভ এর বাংলা অর্থ কি

প্রথমত, ‘নেগেটিভ’ বা ‘ negative ‘ শব্দের অর্থ হচ্ছে, নেতিবাচক।সমগ্রিকভাবে এই শব্দের অর্থ ঠিক এটাই প্রকাশ করে। তবে parts of speech এর পার্থক্যভেদে ” Negative” শব্দের অর্থের পার্থক্য আছে।

parts Of speech. ভেদে “negative” শব্দের অর্থ।

  • Noun এর ক্ষেত্রে “negative”, অর্থ অস্বীকৃতিপূর্ণ বিবৃতি, নাস্তিবাচক গঠনপ্রণালী, ঋণরাশি।
  • Adjective এর ক্ষেত্রে ” negative” এর অর্থ হচ্ছে নেতিবাচক, ঋণাত্নক, অস্বীকৃতিপূর্ণ, বিপরীত, সম্পর্কশূন্যতাসূচক, নাস্তিবাচক৷ বিরুদ্ধ, না-ধর্মী, অভাব বোধক ইত্যাদি।
  •  Verb এর ক্ষেত্রে “negative” এর অর্থ হলো, ভুল বলিয়া প্রতিপাদন করা, অস্বীকার করা, খণ্ডন করা, মিথ্যা বলিয়া প্রতিপাদন করা, ক্ষমতা লোপ করা।
  • “negative” এর আরো কিছু অর্থ হচ্ছে না-সূচক, নিষ্ক্রিয়তামূলক, অস্বীকৃতিসূচক, নঞর্থক, অভাবাত্মক ইত্যাদি।

নেগেটিভ অর্থ কি? নেগেটিভ শব্দের অর্থ কি? নেগেটিভ এর বাংলা অর্থ কি?নেগেটিভ মানে কি?

প্রায়োগিক ক্ষেত্রে “নেগেটিভ” অর্থ কি?

আমি প্রথমেই বলেছি সামগ্রিকভাবে নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে ” নেতিবাচক”। আপনি যেখানেই যান না কেনো, যেই বাস্তবিক ক্ষেত্রেই যান না কেনো নেগেটিভ শব্দের অর্থ পাবেন নেতিবাচক কোনো কিছু।হোক সেটা বাক্যে ” নেগেটিভ” এর ব্যবহার কিংবা পারমাণবিক ধর্ম বোঝাতে ” নেগেটিভ” ব্যবহার। সব ক্ষেত্রেই “নেগেটিভ” শব্দটা বলতে উলটা কিছু বোঝাবে।

কারো কারো হয়তো এসব কথা মাথার উপর দিয়ে যেতে পারে, কেনোনা নেগেটিভ শব্দের ব্যবহার পারমাণবিক ক্ষেত্র পর্যন্ত রয়েছে। আসুন আয়ামি আপনাদের ভালো ভাবে বুঝিয়ে বলি।

বাক্যের ক্ষেত্রে নেগেটিভ শব্দের অর্থ?

আমরা যা কিছুই বর্ণনা করি না কেনো তা ইংরেজি ব্যাকরণের ” বিবৃতিমূলক বাক্য” বা “assertive sentence” এর অন্তর্ভুক্ত। আর এই বিবৃতিমূলক বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয় যথাঃ ১. affirmative বা হ্যা-বোধক বাক্য ২. Negative বা না-বোধক বাক্য।

আমাদের দ্বারা উচারিত “না” যুক্ত বাক্যগুলোই নেগেটিভ বাক্য। যেমন ইংরেজিতে বলতে গেলে – I have no Girlfriend. I am not an atheist attitude boy. I never make relationship with a girl because its totally Haram.

এখানে প্রত্যেকটি বাক্যেই না-বোধক কিছু আছে যেমন, no, not, never ইত্যাদি। এসব শব্দ দ্বারা না-বোধক কিংবা নেতিবাচক কিছু বোঝাচ্ছে।তাই আমরা একে নেগেটিভ বাক্য বলতে পারি। এটিই মূলত বাক্যে নেগেটিভ শব্দের ব্যবহার।

আরও পড়ুন,

অংকে ঋণাত্মক বা নেগেটিভ শব্দের অর্থ কি?

আমরা তো প্রতিনিয়ত কোনো না কোনো অংকের সমাধান করেই থাকি ইউটিউব কিংবা ফেসবুক এ করে থাকি। কিন্তু একবার কি খেয়াল করেছেন, যে অংকের কোনো কোনো সংখ্যার আগে ঋণাত্মক বা “মাইনাস” চিহ্ন থাকে।আসলে অংক টিতে মাইনাস দেয়া হলো কেনো।

আসুন, বিস্তারিত বলি, অংকের ক্ষেত্রে নেগেটিভ শব্দের অর্থ কি?অংকের ক্ষেত্রে নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে “সম্পূর্ণ বিপরীত”। অর্থাৎ আপনাকে যদি কেউ বলে “১০” সংখ্যাটির নেগেটিভ সংখ্যা কত হবে? তাহলে আপনার উত্তর হবে “১০” সংখ্যাটির সম্পূর্ণ বিপরীত। তাই এক্ষেত্রে আপনার উত্তর হবে “-১০”।আশা করি বুঝাতে পেরেছি।

রক্তে নেগেটিভ এর অর্থ কি?

আমরা হয়তো অনেকেই শুনে থাকি যে অমুকের রক্ত “এ নেগেটিভ” আবার কারো রক্ত “ও নেগেটিভ” আসলে এগুলো হচ্ছে রক্তের নাম। তবে পজিটিভ রক্তের বিপরীত হচ্ছে সেই গ্রুপের রক্তটির বিপরীত রক্ত।

যেমন আমি যদি আপনাকে বলি,   O+ এর বিপরীত রক্ত কোনটি,  তাহলে এক্ষেত্রে আপনার উত্তর হবে O- বা “ও নেগেটিভ”।

রক্তের ক্ষেত্রে নেগেটিভ সসম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।সাময়িক ভাবে + রক্ত – রক্তধারীদের দেয়া যায় না।তবে ব্যাতিক্রম হিসেবে দেয়া যায় কিছু ক্ষেত্রে তবে নিধারিত নিয়ম মেনে।

ফিডব্যাক এর ক্ষেত্রে নেগেটিভ অর্থ কি?

আমরা জানি ফিডব্যাক শব্দের অর্থ প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া প্রধাণত দুই ধরনের। একটি হচ্ছে পজিটিভ প্রতিক্রিয়া আরেকটি হচ্ছে নেগেটিভ প্রতিক্রিয়া।

ফিডব্যাক এর ক্ষেত্রে নেগেটিভ এর বাংলা অর্থ “নেতিবাচক প্রতিক্রিয়া”।কেউ যখন কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সম্পর্কে খারাপ কিছু লিখে প্রতিক্রিয়া জানায় তখন সেটাকে বলে নেগেটিভ প্রতিক্রিয়া।

বৈদ্যুতিক প্রবাহের ক্ষেত্রে নেগেটিভ মানে কি?

আমরা জানি বৈদ্যুতিক প্রবাহ মানে হচ্ছে ইলেক্ট্রনের প্রবাহ।আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা।অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ বা বৈদ্যুতিক প্রবাহের ক্ষেত্রে নেভেটিভ অর্থ ঋণাত্মক ইলেক্ট্রনের প্রবাহকে বুঝাচ্ছে।

পারমানবিক ক্ষেত্রে নেগেটিভ অর্থ কি?

এখানে পারমাণবিক ক্ষেত্র নেগেটিভ বলতে পরমাণুর ঋণাত্বক্তাকে বুঝিয়েছে। আমরা জানি কয়েকটি পরমাণু যখন সমযোজী বন্ধন গঠন করে তখন এদের মধ্যে বন্ধন ইলেক্ট্রন এর সৃষ্টি হয়।আর যে পরমাণুর তড়িৎ ঋণাত্বকতা বেশী সে পরমাণু বন্ধন ইলেক্ট্রন গুলোকে নিজের দিকে টেনে নিবে।

এই তড়িৎ ঋণাত্নকতা পরমাণুর ভেতরের একটি লুকায়িত শক্তি। এর মান যে পরমাণুর যত বেশী সে পরমাণু বন্ধন ইলেক্ট্রন তত শক্তিতে নিজের দিকে টেনে নিবে। এখানে নেগেটিভ অর্থ বলতে পরমাণুর লুকায়িত ঋণাত্নক শক্তিকে বুঝায়।

Read More

 

আমাদের শেষ কথা,

আশা করি আমি আপনাদের ভালো ভাবে বুঝাতে সক্ষম হয়েছি, নেগেটিভ অর্থ কি? নেগেটিভ শব্দের অর্থ কি?

আমি প্রায় সব ধরনের তথ্য দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *