আপনি যদি পাকিস্তানি গান ডাউনলোড করতে চান তাহলে এই পোষ্টটি একটু কষ্ট করে দেখুন। খুব বেশি সময় লাগবে না। আজকাল প্রায় অনেক মানুষ গুগলে সার্ভ করে পাকিস্তানিদের গান ডাউনলোড করার জন্য।
তাদের কথা চিন্তা করে আজকের এই পোষ্ট। এছাড়াও যারা পাকিস্তানি ভিডিও গান দেখতে চান তাদের জনে এই পোষ্ট। আমি এখানে কিছু গান আপলোড দিবো আপনারা চাইলে দেখতে কিংবা ডাউনলোডও করতে পারেন।
এছাড়াও আমি কিছু ওয়েবসাইটের লিংক দিবো এবং কিছু Apps শেয়ার করবো যাতে আপনারা সেখান থেকে exciting কিছু পাকিস্তানী গান গুলো পেতে পারেন এবং পাকিস্তানী গান ডাউনলোড করতে পারেন।
সেরা ৫ টি পাকিস্তানী গান ডাউনলোড করুন
এটি একটি পাকিস্তানি ডাবিং সিরিজের একটি গান।তুরস্কের দিসিলিস আর্তুগুল সিরিজ যখন পাকিস্তান সরকার কতৃক ডাবিং হয় ঠিক তখনে সেই ডাবিং সিরিজের জন্য একটা থিম সং এর প্রয়োজন হয়। তখন এই গানটি তৈরি করা হয়। এয় গানের নাম Bigri Banaye wale এবং এই গানটির গায়িকা হিসেবে ছিলেন Gulaab। যিনি দেখতে অনেকটাই সুদর্শন।নিচে গানটি দেয়া হলোঃ
ডাউনলোড করুন, Bigri Banane Wale
আমাদের দেয়া পরের গানটি হবে সবার পরিচিত।মূলত এই গানের গায়িকা এক ছোট্ট বাচ্চা মেয়ে।আমরা হয়ত কেউ কেউ তার নাম জানি আবার কেউ কেউ নাও জানতে পারি।
ছোট্ট এই গায়িকার নাম khirad Jahra Shigri
তার পাকিস্তানী গান আমাদের কাছে খুবই প্রিয়।তার একালে গাওয়া সবচেয়ে ট্রেন্ডিং গানটি হচ্ছে Hasbi Rabbi Jalallah । এই গানটি বিশেষ করে ছোটোদের নজর কেড়ে নিয়েছে। নিচে গানটি দেয়া হলোঃ
ডাউনলোড করুন, Hasbi Rabbi Jalallah
আমাদের তালিকায় তৃতীয় গানটি হচ্ছে একজন ইসলামিক গায়ক। তার পরিচিতি পুরো বিশ্ব জুড়ে।
যদিও আমাদের দেশে তার নাম খুব একটা পরিচিত না। তার নাম হচ্ছে Junaid Jamshed। তার এই গানটির নাম হচ্ছে Mera Dil Badal De।তার এই গানটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। নিচে গাওনটি দেয়া হলোঃ
ডাউনলোড করুন, Mera dil Badal de
আমাদের তালিকার চতুর্থ গানটি Atif Aslam এর কন্ঠে গাওয়া। তিনি একালের হিন্দি এবং উর্দু ভাষার শেরা গায়কদের একজন।তার গাওয়া অনেক হিন্দি গান এখনো পপুলার রয়ে গেছে।
তার এ গানটির টাইটেলঃ Tajdar -e-Haram
নিচে তার এই গানটির ভিডিও দেয়া হলোঃ
ডাউনলোড করুন, Tajder-e-Haram
শেষ গানটি দেয়া হলো একদম একটি চমকপ্রদ গান। এই পাকিস্তানি গান শুনে নাই এমন লোক এর সংখ্যা নাই বললে চলে।
এই গানের নাম Allahu Allah। আপনারা ইউটিউবে সার্চ করলে এই গানটির অফিসিয়াল গান নাও পেতে পারেন। কিন্তু আমরা সংগ্রহ করে দিয়েছি।
এই বিখ্যাত পাকিস্তানিদের গানের গায়িকা হলেন Aima Baig নামের একজন মহিলা। নিচে গানটি দেয়া হলোঃ
ডাউনলোড করুন, Allahu Allah
এই পাকিস্তানী গান ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
পাকিস্তানী গান ডাউনলোড করার ওয়েবসাইট
এ পর্যায়ে আমরা পাকিস্তানিদের গান ডাউনলোড করার কিছু ওয়েবসাইট শেয়ার করব। যেখন থেকে আপনারা, আপনাদের পছন্দের গানটি খুব সহজে ডাউনলোড করতে পাবেন।
এসব ওয়েবসাইটে আপনি শুধু অডিও গান পাবেনই না সাথে থাকছে বিভিন্ন পিক্সেলে ভিডিও।এবং তাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো মানের।
এসব পাকিস্তানিদের গান ডাউনলোডর ওয়েবসাইট শুধু নিজেদের ভিডিও উপস্থাপন করে না, তারা টুলের মাধ্যমে ইউটিউব, ভিমো, ইনস্ট্রাগ্রাম, ফেসবুক, এমনকি বিভিন্ন ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড করার সুবিধা সহ প্রদান করে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
Soundclod.com
Sound cloud হচ্ছে একটি আন্তর্জাতিক প্লাটফর্ম। এখান থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন গান শুনে। যেহেতু এটি আন্তর্জাতিক প্লাটফর্ম তাই এখানে পাকিস্তানি গান সবসময় available থাকে।
এখান থেকে আপনি শুধু গান শুনতে পারবেন।এটার চমকপ্রদ বিষয় হচ্ছে এখান থেকে খুব কম ইন্টারনেট স্পিডে গান শুনা যায়।
এখান থেকে গান শুনার জন্য যা যা করতে হবেঃ
এখান থেকে গান শুনতে হলে অবশ্যই আপনাকে রেজিষ্টার করতে হবে। কেননা সাউন্ড ক্লাউড কতৃপক্ষ রেজিষ্টার করা ছাড়া গান শুনতে দেয় না।
রেজিষ্টার করার জন্য সাইন-আপ বাটনে ক্লিক করতে হবে। তারপর ইমেইল চাইবে সেখান থেকে ইমেইল সেলেক্ট করে নিতে হবে তারপর পাসওয়ার্ড তৈরি করে নাম দিতে হবে। এখন আপনার একাউন্ট ওপেন হয়ে গেলো কিন্তু যদি ইমেইল ভেরিফাই না করেন তাহলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই যথাসম্ভব দ্রুত ভেরিফাই করে নিবেন।
অবশ্যই পড়ুন,
- কম দামে ভালো ফোন এর কিছু তালিকা
- প্লে স্টোরে ইনস্টল দেয়ার নিয়ম
- পদার্থ কাকে বলে? পদার্থ কি? পদার্থ কত প্রকার?
Ganna.com
এটি ভারতীয় একটি সাইট যেখানে হিন্দি এবং উর্দু গানের স্টক বিশাল পরিমাণে আছে। হাইকোয়ালিটি মিউজিক, প্রিমিয়াম ভার্সন, এড ফ্রি ভার্সন, বিভিন্ন পিক্সেলের ভিডিও দেখার সুবিধা ইত্যাদি।

ganna.com
দূর্ভাগ্যবশত আমাদের লিস্টের এই সাইটেও গান ডাউনলোড করা যায় না।আর নিজের মেধা খাটিয়ে এখান থেকে ডাউনলোড করা যায় তবে সেটা সময় সাপেক্ষ। তাই বলছি না।
এখান থেকে খুব সহজে গান শুনা যায় কারণ এখানে পাকিস্তানী গান শুনার জন্য রেজিষ্টার করা লাগে না।যেমনটা আমরা আগের সাইটে করেছিলাম।
Youtube.com
আমাদের পাকিস্তানিদের গান ডাউনলোডার ওয়েবসাইটের তালিকায় ইউটিউবকেও রাখতে হচ্ছে। ইউটিউব যদিও শুধুমাত্র গান ডাউনলোড করার সুবিধা দেয় না, এটি একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। আমরা যদি ইউটিউবে পাকিস্তানী গান লিখে সার্চ করি তাহলে নিশ্চয়ই আমরা পাকিস্তানী গান গুলো শুনতে পাবো।
ইউটিউবের অফিসিয়াল এন্ড্রোয়েড এপ এ আমরা ডাউনলোড করার সুবিধা খুব একটা পাই না। তাছাড়া ধীর গতির ইন্টারনেটে এটি সুবিধাজনক ডাউনলোড স্পিড দিতে পারে না। তাই আপনাকে ইউটিউব মুড এপ ডাউনলোড করতে হবে।
ইউটিউব এমন এক খোলা প্লাটফর্ম যেখানে প্রায় সব ধরণের গান ফ্রিতে পাওয়া যায়।কোনো গান সর্বপ্রথম রিলিজ হয়ার আগে সেই কম্পানী গানটি ইউটিউবে শেয়ার করে।এভাবে ইউটিউবে গানের ভান্ডার দিন দিন সমৃদ্ধ হচ্ছে। আপনি যেকোনো ধরনের পাকিস্তানী গান ইউটিউবে পাবেন।
তবে কিছু কিছু গান আপনি ইউটিউবে নাও পেতে পারেন কেননা এগুলো কিছুদিনের জন্য প্রিমিয়াম করা হয়, অর্থাৎ তারা কেবল টাকা নিয়ে গান শেয়ার করে। কোনো সমস্যা নেই, আপনি আমাদের দেয়া প্রথমের সাইটটিতে যাবেন। সেখানে অনেক প্রিমিয়াম পাকিস্তানিদের গান ফ্রিতে পাওয়া যায়।
Mp3download.to

Mp3download.com
এটি ব্যাক্তিগতভাবে আমার পছন্দের একটি ওয়েবসাইট। এখান থেকে যেকোনো ধরনের গান যেকোনো পিক্সেলে ডাউনলোড করা যায়।সাধারণত কোনো গান ডাউনলোড করার জন্য আপনাকে কোনো ওয়েবসাইট কিংবা ডাউনলোডএ এর এর প্রয়োজন হয়। এয় প্রয়োজন পূরণ করতে আসছে mp3download.to
কিন্তু এই ওয়েবসাইটে সাধারণের তুলনায় একটু বেশি এড দেখায়। একটু বিলে রাখি আমি যে, আপনি যখন গান ডাউনলোড করবেন তখন যদি কোনো এড আসে তাহলে আপনাকে ব্যাক বাটনে চাপ দিয়ে পেছনে ফিরে আসতে হবে।আবার আপনি বুঝতেও পাবেন না যে আপনাকে এড দেখানো হচ্ছে।যখন আপনি দেখবেন যে, আপনাকে mp3download.to থেকে অন্য ওয়েবসাইটে নিয়ে ঢুকিয়েছে বুঝবেন যে আপনাকে এড দেখানো হচ্ছে। সাথে সাথে ব্যাক করতে হবে।
পাকিস্তানী গান ডাউনলোড করার এপ
পাকিস্তানিদের গান ডাউনলোড করার জন্য আলাদা কোনো এপ আমি খুজে পাই নি। খুজে পেলে আমি এখানে শেয়ার করে দিবো।তবে যারা পাকিস্তানী গানের ভক্ত তারা যদি একটু কষ্ট করে তাহলে তারা সফল হয়ে পারবে।
আমি দুইটা সেরা এপ আপনাদের কাছে শেয়ার করবো যেগুলো ব্যাবহার করে আপনারা কোনো সমস্যা ছাড়া দিন রাত পাকিস্তানী গান শুনতে পাবেন। তবে সেগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
SpotifY Music
বর্তমান কালের সেরা মিউজিক সফটওয়্যার এটি, এখান থেকে দিন রাত মানুষ গান শুনে। তবে এর ফ্রি ভার্সন খুব একটা ভালো না। কিন্তু আপনি যেহেতু পাকিস্তানি গান খুজছেন তাই এখান থেকে অবশ্যই পাবেন।
পাকিস্তানী গান গুলো খুব একটা প্রিমিয়ামহ হয় না। তাই এই প্লাটফর্ম থেকে আপনি খুব সহজে আপনার লক্ষ্যে পৌছাতে পারেন। প্লে স্টোরে ইনস্টল করার লিংক নিচে দেয়ে হলো।
Snaptube Downloader
Snaptube হলো এমন এক এপ যার সাহায্যে আপনি যেকোনো, বলতে যে লিংক গুলো ব্লক সেগুলোর ভিডিও সহ আপনি ডাউনলোড করতে পাবেন। আমি নিজেই এই ডাউনলোডার ব্যাবহার করি।
snaptube downloader ব্যবহারের সুবিধা অনেক বলতে অনেক। অনেকে হয়তো ভিডিও কিংবা গান ডাউনলোড করার জন্য আলাদা কোনো ডাউনলোডার যেমন vidmate ইউজ করে। কিন্তু আমি বলি vidmate এর চেয়ে snaptube হাজার গুণে ভালো।
vidmate apps এ ঘন ঘন এড দেখায় কিন্ত স্নাপটিউব এপটিতে কোনো এড দেখায় না। এছাড়াও এই এপে আপনি খুব ভালো মানে স্পিডে পাকিস্তানি গান ডাউনলোড করতে পাবেন। এর যে ভিডিও কোয়ালিটি পুরাই অস্থির মানের। অনেক কম ইন্টারনেট খরচ করে স্নাপটিউব থেকে ভিডিও অডিও ডাউনলোড করা যায়।
snaptube appsআপ্পস ডাউনলোড করতে গুগলে গিয়ে snaptube apps download লিখে সার্চ দিতে হবে। প্রথম সাইটাই তাদের অফিসিয়াল। সেখানে গেলেই আপনি ডাউনলোড লিংক পাবেন। আর যদি এত কষ্ট করতে না চান তাহলে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
Download Snaptube Official appapp
আজকে এখানেই শেষ। এটা ছিলো আমাদের একটা awesome একটা আর্টিকেল। ভালো লাগলে শেয়ার করবেন।
Related Posts,
keywords,
- পাকিস্তানী গান ঝাকানাকা
- পাকিস্তানি ডিজে গান
- পাকিস্তানি আইটেম গান
- পাকিস্তানি হিন্দি গান
- পাকিস্তানি বাংলা গান
- পাকিস্তানি আইটেম গান ভিডিও
- পাকিস্তানী গান দাও
- ভিডিও পাকিস্তানি গান
- পাকিস্তানি হট গান
- পাকিস্তানি হিট গান
- পাকিস্তানি ভিডিও গান mp3
- পাকিস্তানি গান চাই
- পাকিস্তানের ডিজে গান
- পাকিস্তানি ডিজে গান 2020
- পাকিস্তানি ডিজে গান ডাউনলোড
- পাকিস্তানি ভিডিও গান চাই