বাংলাদেশের আয়তন কত? কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

অনেকেই প্রশ্ন করেন বর্তমানে বাংলাদেশের আয়তন কত?আসলে কেউ কেউ এই এই প্রশ্নকে অজ্ঞতা বলে বিবেচিত করেন। কিন্তু আসলেই এটা এক জটিল প্রশ্ন। বর্তমানে আমাদের দেশে নতুন করে অনেক ছিটমহল এবং দ্বীপ যুক্ত হয়েছে। তাই এখান থেকে অনেক জমি যুক্ত হয়েছে। তার করণে আসলেই কি আয়ত্ন বেড়ে গেছে? নাকি আমাদের জানামতে ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. এটাই ঠিক? আমাদের পুরো আর্টিকেল যদিও শুধুমাত্র বাংলাদেশের আয়তন নিয়ে নয়, সম্পূরক বিষয় নিয়ে। তবুও প্রথমে আমি বাংলাদেশের আয়তন কত তা সম্পর্কে তথ্য দিচ্ছি।

বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?

বাংলাদেশের প্রকৃত আয়তন হচ্ছে 1 লক্ষ 47 হাজার 570 বর্গ কিলোমিটার। তবে বর্তমানে নতুন করে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে কিছু স্মল এবং দ্বীপের সংযুক্ততা লক্ষ্য করা গেছে। এর কারণে বাংলাদেশের আয়তন খানিকটা বেড়ে গেছে। তবে বাংলাদেশের অফিশিয়াল তথ্য বাতায়ন ওয়েবসাইটে এখনও আগের আয়তন টি দেওয়া আছে, যা ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।

তবে বর্তমানে বাংলাদেশের আয়তন হচ্ছে ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। এরমধ্যে ভূমি ১,৩০,১৭০ বর্গ কিলোমিটারএবং মূল ভূখণ্ডের অভ্যন্তরীণ জলপথ হচ্ছে ১৮,২৯০ বর্গ কিলোমিটার। অনেকেই মনে করেন বাংলাদেশের বঙ্গোপসাগর বাংলাদেশের আয়তন এর অন্তর্ভুক্ত। কিন্তু এধরনের‌ ধারণা সম্পূর্ণ ভুল। বাংলাদেশের বঙ্গোপসাগর এর আয়তন আলাদাভাবে হিসাব করা হয়। বাংলাদেশের আয়তনের চেয়ে বঙ্গোপসাগরের আয়তন দ্বিগুণ বেশি।

এখন প্রশ্ন হলো এখানে আয়তন দেখা যাচ্ছে দুইটা। কিন্তু পরীক্ষার খাতায় বাংলাদেশের আয়তন কত এটা আসলে আমাদের উত্তর কি হবে? যেহেতু বাংলাদেশ তথ্য বাতায়ন কতৃপক্ষ এখনো এ বিষয়টা কনফার্ম করেনি কিংবা বই-পুস্তক এ প্রকাশ করেনি তাই বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ লিখা শ্রেয়। আবার যদি একই প্রশ্নে এই দুইটা আয়তন একসাথে আসে তাহলে আপনি অবশ্যই আগের আয়তন টি সিলেক্ট করবেন। আর আমি যে বলেছি বাংলাদেশের বর্তমান আয়তন ১,৪৭,৪৬০ তা শুধু আপনাদেরকে জানানোর জন্য বলেছি। বিভিন্ন পরীক্ষায় আগে আয়তন টি বাদে এই আয়তন কি আসতে পারে। যদি আপনি এর আয়তনটি জানেন তাহলে আপনি অবশ্যই পাবেন। মূলকথা আপনাকে দুটো আয়তনে জানতে হবে। তবে আপনাকে পুরনো আয়তন এর দিকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

অবশ্যই পড়ুন,

বাংলাদেশের আয়তন কত বর্গমাইল?

বাংলাদেশের আয়তন বর্গমাইলে করতে গেলে এর আয়তন হয় ৫৬,৯৭৭ বর্গমাইল। এইজন্যই বাংলাদেশকে 56 হাজার বর্গমাইলের দেশ বলা হয়।

বর্তমানের তথ্য: তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান আয়তন ৫৭৩৫০ বর্গমাইল ।বাংলাদেশের মোট ভূমির পরিমাণ কে বর্গমাইলে রূপান্তর করতে গেলে এর পরিমাণ দাঁড়ায় ৫০২৮৪ বর্গমাইল। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ জলপথের আয়তন দাঁড়ায় ৭০৬৪ বর্গমাইল।

বাংলাদেশর আয়তন কত?

বাংলাদেশের আয়তন সম্পর্কিত প্রশ্ন?

যদিও বাংলাদেশের আয়তন আগে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল না, তবে বর্তমানে নতুন কিছু ইস্যুর কারণে বাংলাদেশের আয়তন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ভর্তির পরীক্ষাগুলোতে এই প্রশ্নটিই করা হয়। এর জন্য আপনাকে অবশ্যই আয়তন জানতে হবে। শুধু আয়তনে বাংলাদেশের সমগ্র বিভাগ এবং শহরগুলোর আয়তন সম্পর্কে সামান্য জ্ঞান রাখতে হবে।

অনেকেই বাংলাদেশের আয়তন সম্পর্কিত বিভিন্ন তথ্য কিংবা প্রশ্ন খুঁজে থাকেন তাদের কথা বিবেচনা করে আমি পরীক্ষায় আসার মত কিছু প্রশ্ন তুলে ধরব।

  • বাংলাদেশের আয়তন কত?

=১৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।

  • বর্তমান বাংলাদেশের আয়তন কত?

=১৪৮,৪৬০ বর্গ কিলোমিটার।

  • রাজধানী ঢাকার আয়তন কত?

=ঢাকা মহানগরী: ২১৬১.১৮ বর্গ কিলোমিটার। ঢাকা অতি মহানগরী: ৩০৬.৩৮ বর্গ কিলোমিটার।

  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন কত?

=১৯৬.২২ বর্গ কিলোমিটার ‌

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়তন কত?

=২৭৭.৩৬২ বর্গ কিলোমিটার (১০৭.০৯০ বর্গমাইল)

  • রংপুর সিটি কর্পোরেশনের আয়তন কত?

=২০৫.৭০ বর্গ কিলোমিটার।

  • চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়তন কত?

=১৬০.৯৯ বর্গ কিলোমিটার(৬২.১৬ বর্গমাইল)

  • কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়তন কত?

=৫২.০৪ বর্গ কিলোমিটার।

  • সিলেট সিটি কর্পোরেশনের আয়তন কত?

=২৬.৫০ বর্গ কিলোমিটার।

  • বরিশাল সিটি কর্পোরেশনের আয়তন কত?

=৫৮ বর্গ কিলোমিটার।

  • রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন কত?

=৯৬.৭২ বর্গ কিলোমিটার।

  • খুলনা সিটি কর্পোরেশনের আয়তন কত?

=১৫০.৫৬ বর্গ কিলোমিটার।

  • রংপুর বিভাগের আয়তন কত?

=১৬,৩১৭.৫৫ কিলোমিটার। ৬৩০০.২৪ বর্গ মেইল।

  • সিলেট বিভাগের আয়তন কত?

=১২৫৯৫.৯৫ বর্গ কিলোমিটার। ৪৯১২ বর্গ মাইল

  • চট্টগ্রাম বিভাগের আয়তন কত?

=২০,৫৩৯ বর্গকিলোমিটার (৭,৯৩০ বর্গমাইল)

  • রাজশাহী বিভাগের আয়তন কত?

=১৮১৭৪ বর্গ কিলোমিটার

  • খুলনা বিভাগের আয়তন কত?

=২২,২৮৫ বর্গ কিলোমিটার।

  • বরিশাল বিভাগের আয়তন কত?

=১৩৬৪৪.৮৫ বর্গ কিলোমিটার।

  • ময়মনসিংহ বিভাগের আয়তন কত?

=১০,৪৮৫ বর্গ কিলোমিটার।

আমাদের শেষ কথা,

আশা করি আমি আপনাদের বাংলাদেশের আয়তন কত এ সম্পর্রকে বিস্তারিত জানাতে পেরেছি। এছাড়াও আমি বাংলাদেশের আয়তন সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

সর্বশেষ লেখনি,

Similar Posts