বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বিবাহ মানুষের জীবনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিবাহের পর আরো একটি কাজ দম্পতিটিকে রোমাঞ্চকর করে তুলতে পারে সেটি হচ্ছে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। আপনি যদি সম্পর্কে আরো রোমান্টিক আনতে চান তাহলে আপনার প্রিয়কে বিবাহ বার্ষিকীর কথা স্মরণ করিয়ে দিন। দেখবেন এতে সে অনেক খুশী হবে। আজকের পোষ্টে কিছু বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস তুলে ধরব।

আমরা জানি মানুষের বিবাহের দিন অত্যন্ত রোমাঞ্চকর হয়ে থাকে। এই দিনে কোনো ব্যক্তি তার সর্বোচ্চ সৌন্দর্যতা প্রকাশ করার চেষ্টা করে। মেয়েরা পার্লারে যায় তার স্বামীর জন্য নিজেকে উজার করে সাজাতে। বিয়ের সকল কাজকর্ম শেষে অবশেষে আশে বিয়ের রাত। বিয়ের প্রথম রাতের কথা কোনো মেয়ে কিংবা ছেলেই ভুলতে অয়ারে না। এটা তাদের জীবনে ঘটে যাওয়া রোমান্টিক মূহুর্তগুলোর মধ্যে সবচেয়ে দামি।

আপনি যদি কোনো মতে তাকে এই রোমান্টিক মূহুর্তোগুলোর কথা স্মরণ করে দিতে পারেন তাহলেই কেল্লা ফতে। আর বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস আপনার প্রিয়কে খুশীর চরম স্তরে পৌছে দেবে।

বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ইংরেজিতে না দেয়াই ভালো। আমরা বাঙালি যেহেতু তাই বাংলা ভাষা ব্যবহার করতে হয়।না হয় বার্ষিকীর দিনে শুধুমাত্র একদিন বিবাহ স্ট্যাটাস বাংলা দিয়ে দিলেন। এতে কোনো সমস্যা হবেনা আশা করি। কেনোনা আপনি আপনার প্রিয়কে চিরোকাল ইংলিশ দিয়ে আই লাভ ইউ বলেই গেলেন। বার্ষিকীর দিনে শুদ্ধ বাংলার ব্যবহারও তাকে ইমপ্রেস করার করপণ হতে পারে।

নিচে কিছু রোমান্টিক বিবাহ বার্ষিকী স্ট্যাটাস এবং ফানি বিবাহ বার্ষিকী স্ট্যাটাস তুলে ধরা হলো।

 

স্বামী-স্ত্রীর রোমান্টিক বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

ভালোবাশা যখন সত্য হয় তখন এর কোনো শেষ থাকে না। আমাদের ভালোবাসাও সত্য। আশা করি আমাদের এই ভালোবাসা চিরকাল বেচে থাকবে। অনেক ভালোবাসি তোমায়। শুভ বিবাহ বার্ষিকী।

 

  • বউ তুমি আমার জীবনের সবচেয়ে রোমান্টিক ব্যক্তি।তুমি আমার হাশি কান্নার সাথী। তোমাকে ছাড়া আমার হাসির মূহুর্ত গুলোও যেনো অপূর্ণ থেকে যায়।অনেক ভালোবাসি তোমায়।শুভ বিবাহ বার্ষিকী।

 

  • আমি আপনাকে ভালবাসতে চাই, আপনাকে আদর করতে চাই, আপনার যত্ন নিতে চাই এবং আপনাকে সর্বকালের জন্য সবচেয়ে সুখী ব্যক্তি হিসাবে গড়ে তুলতে চাই। শুভ বিবাহ বার্ষিকী

 

  • তুমি পৃথিবীর ব্যক্তি যাকে আমি সারাজীবন আমার পাশে চাই। প্রতিদিন এবং প্রতি রাতে চাই । আমি তোমাকে ভালোবাসি, প্রিয়তমা। শুভ বিবাহ বার্ষিকী!

 

  • আমি বিশ্বাস করি সবকিছু একটি কারণে ঘটে থাকে কারণ এটি আমাকে তোমার কাছে নিয়ে গেছে। আমি তোমাকে অনেক বেশী ভালোবাসি, শুভ বিবাহ বার্ষিকী।
  • তোমাকে আমার পাশে পেয়ে আমাকে বিশ্বের সবচেয়ে সুখী, সবচেয়ে কৃতজ্ঞ এবং ভাগ্যবান ব্যক্তি মনে করি। আমার আত্মার সাথীকে শুভ বিবাহ বার্ষিকী।

 

 

  • তুমি কতটা সুন্দর, তুমি আমাকে কতটা হাসাও এবং তুমি আমকে কতটা বুঝো তা আমি আপনাকে কখনই বলে বুঝাতে পারব না । আমার এক সত্যিকারের ভালবাসা তুমি।শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।

 

  • এই পৃথিবীতে আপনার চেয়ে বড় বিশ্বাযোগ্য ব্যক্তি আমার কাছে কেউই নেই।আমার জীবনের সকল সুখ- দুঃখের সাথী তুমি। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।

 

  • একসাথে কাটানো আরেকটি বছরের জন্য অভিনন্দন। আগামী বছরের জন্য আপনাকে সবচেয়ে বেশি ভালবাসা, হাসি এবং সুখ কামনা করছি। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।

 

  • প্রিয় তুমি আমার জীবনের সব।তোমি ছাড়া এক পা সামনে গেলে যেনো এক মাইল মনে হয়।তোমাকে আমি কখনো হারাতে চাই না। শুভ বিবাহ বার্ষিকী।

আপনার এফেয়ার থাকা অবস্থায় বিবাহ হতে পারে। কিন্তু এখন স্বামীকে অনেক ভালোবাসেন। তাহলে নিচের স্ট্যাটাস টি ব্যবহার করতে পারেন।

 

  • আমি যেদিন তোমাকে বিয়ে করেছি তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসা সম্ভব বলে মনে করিনি, কিন্তু কোনো না কোনোভাবে আমার ভালোবাসা বেড়েই চলেছে। আমি তোমাকে আজ এবং সবসময় ভালবাসি।শুভ বিবাহ বার্ষিকী প্রিয়।

 

বাবা-মার বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

  • সমস্ত কিছু ভালবাসার সাথে বৃদ্ধি পায় এবং আমাদের পরিবারের চেয়ে এর চেয়ে ভাল প্রমাণ আর কিছুই নেই। তোমাকে ভালোবাসি মা আর বাবা।

 

  • যে দম্পতি আমাকে সত্যিকারের ভালবাসার অর্থ শিখিয়েছে তাদের জন্য একটি শুভ বার্ষিকী কামনা করছি।

 

  • আশা করি একদিন তোমার মত ভালোবাসা পাবো। শুভ বিবাহ বার্ষিকী মা এবং বাবা!

 

  • জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে আপনার একতা আমাকে দলগত কাজ শিখিয়েছে, একে অপরের অভ্যাসের জন্য আপনার সহনশীলতা আমাকে ধৈর্য শিখিয়েছে এবং একে অপরের সংকটের সময় আপনার সমর্থন আমাকে একাত্মতা শিখিয়েছে। সেই দম্পতিকে শুভ বার্ষিকী যিনি আমাকে সবকিছু শিখিয়েছেন যা আমি জানি! শুভ বিবাহ বার্ষিকী বাবা এবং মা।

 

  • আশা করি যে আপনি কিছু বছর আগে আমাকে যেমন ভালোবেসেছিলেন আজও ততটাই ভালোবাসেন। শুভ বিবাহ বার্ষিকী বাবা-মা!

 

  • জীবনের ঝড়কে একসাথে মোকাবেলা করতে এবং বছর পরেও হাসতে দু’জন খুব বিশেষ লোক লাগে। আর আমার জীবনে বাবা মা ই এই অভাব পূরণ করে। শুভ বিবাহ বার্ষিকী বাবা মা!

 

বন্ধুর বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বন্ধুর বিবাহ বার্ষিকীতে উইস করা আরেকটি চমৎকার বিষয়। এটাই সময় প্রামাণ করার যে আপনি বন্ধুকে কতটা ভালোবাসেন।আপনি বিভিন্ন ভাবে এই বিবাহ বার্ষিকী উদ্যাপন করতে পারেন। যেমম তার কোনো প্রিয় বস্তু উপহার দিয়ে কিংবা দাওয়াতের আয়জন করে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিবে আপনার বলা কথা গুলো। আপনার সুন্দর কথা গুলো তার বন্ধুত্বের কথাকে পুরোপুরু স্মরণ করে দিতে পারে।নিচে কিছু স্ট্যাটাস তুলে ধরা হলো

  • তোর জীবনের যাত্রায় কেবলমাত্র সবচেয়ে সুন্দর চিন্তাভাবনা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি তোর সাথে থাকুক। আমি সাথে আছি বন্ধু। শুভ বিবাহ বার্ষিকী।

 

  • বন্ধু তোর দাম্পত্য জীবনের প্রথম বছরে অভিনন্দন, এবং শুভ হোক তোর সামনের পথ চলা। দয়া করি তোর জন্যে। শুভ বিবাহ বার্ষিকী বন্ধ।

 

  •  অনেক বছর আগে থেকে আজ পর্যন্ত সবাই আমাকে না বুঝলেও তোরা দুজন ঠিকই বুঝেছিলি। আমাকে সবসময় সাপোররট করেছিলি। অন্যরা সবাই আমকে না বল্লেও দিনের শেষে তোরা দুজনেই হ্যাঁ বলেছিলে! এমন একটি বিশেষ দম্পতির জন্য রইল দোয়া ও ভালোবাসা। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।

 

  • তোদের বন্ধন চিরকাল স্থায়ী হোক এবং তোদের ভালবাসা হোক একটি কলম যা শুধুমাত্র তোদের গল্প লিখবে। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।তোমরা দুজন সেরা।

 

  • কথায় আছে যে পরিবার চিরকাল। সুতরাং এর অর্থ হল তোরা দুজন চিরকাল একসাথে আছিস কারণ তোদের ভালবাসা এমন একটি বন্ধন তৈরি করেছে যা তোদেরকে একটি সুখী পরিবারে পরিণত করেছে। আল্লাহ তোদের এই ভালোভাসাকে চিরকাল সমুন্নত রাখুক। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।

 

  • যারা তোকে চেনে তাদের জন্য তুই সত্যিই একটি অনুপ্রেরণা, এবং আজ আমরা সবাই তোর উত্সর্গ এবং সাফল্যকে অভিনন্দন জানাই। শুভ বিবাহ বার্ষিকী আমার বন্ধু।

 

  • শুভ ১ম বিবাহ বার্ষিকী বন্ধু! তোর বিশ্বাস এবং ভালবাসা ভাল এবং খারাপ উভয় সময়ে প্রতি বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে বাড়তে থাকুক!

 

  • তোদের দুজনকে দেখা খুবই আনন্দদায়ক এবং অনুপ্রেরণাদায়ক। তোরা একটি অনুকরণীয় দম্পতি যা আমি সাক্ষাত করতে এবং জানতে পেরে সম্মানিত বোধ করি। শুভ বিবাহ বার্ষিকী বন্ধু।

 

 

  • বিয়ে একটি যুদ্ধক্ষেত্রের চেয়ে কম নয়, তোরা যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছিস , এবং তোরা দুজন এটি সত্যিই ভাল করছিস ! শুভ বিবাহ বার্ষিকী , আমার প্রিয় দম্পতি!

 

বড় ভাই এর জন্য বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

আমি আশা করি আপনার বিবাহ বন্ধন আগামী বছরগুলিতে আরও শক্তিশালী এবং আরও সুখী হোক। আপনারা সবসময়ের মতো একে অপরের সাথে লেগে থাকুন। শুভ বিবাহ বার্ষিকী, ভাই।

  • আপনারা দুজনে একসাথে জীবনের অর্জন গুলো উপভোগ করুন এবং প্রতিকূলতার বিরুদ্ধে একসাথে লড়াই করুন অনেক আত্মবিশ্বাসের সাথে!! সর্বদা একে অপরের শক্তি হোন! শুভ বার্ষিকী বড় ভাই!!

 

  • আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আপনি আমার ভাই। ভাই এবং বন্ধু হিসাবে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। শুভ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয় ভাই।

 

  • বিশ্বের সবচেয়ে নিখুঁত দম্পতিকে শুভ বিবাহ বার্ষিকী। আমাদের অনেকের কাছেই আপনি অনুপ্রেরণা, ভাই।

 

  • প্রিয় ভাই, শুভ বিবাহ বার্ষিকী এবং অনেক অনেক শুভেচ্ছা। পুরো মহাবিশ্বে তোমরা দুজন আমার সবচেয়ে প্রিয় মানুষ। দয়া করি তোমাদের জন্য।

 

 

  • তোদের বিবাহ বার্ষিকীর দিনটি সর্বদা আনন্দে আপনার হৃদয়কে সন্তুষ্ট করুক এবং তোদের আগের জীবনকালের সুখী স্মৃতি একসাথে কাটুক। শুভ বার্ষিকী, ভাইয়া এবং ভাবী।

 

  • আমি দেশের সেরা দম্পতির কাছে এই কামনা করছি যে অদূর ভবিষ্যতে তোরা বিশ্বের সেরা হিসাবে বিবেচিত হবি । শুভ বিবাহ বার্ষিকী, ভাইয়া ও ভাবী!
  • আমার দেখা সবচেয়ে সুন্দর দম্পতিকে শুভ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী ভাইয়া এবং ভাবী!

এই ছিলো আমার কাছে কিছু বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

আরোও পরতে এখানে ক্লিক করুন।

Similar Posts