১০+ ভালো ভালো গেমস | ডাউনলোড করুন একদম ফ্রিতে

আসসালামু আলাইকুম। ভালো ভালো গেমস ফ্রী তে ডাউনলোড করতে চান তাহলে আমাদের লেখা এই গেমস রিভিউ টি মনোযোগ দিয়ে পড়ুন। এছাড়াও এই পোস্টটিতে আমরা দশটিরও অধিক ভালো ভালো গাড়ির গেম নিয়ে আলোচনা করব।

আপনারা অনেকেই বলেন যে ভালো ভালো গেম দাও অথবা আবার কেউ বলে ভালো ভালো গেম দেখাও তাদের জন্য আমি এই পোস্টটি লিখেছি। এখানে আমি গেম রিভিউ এর নিচে গেমটি ডাউনলোড করার লিংক দেব ।আপনারা সেখান থেকে গেম ডাউনলোড করতে পারবেন।

ভালো ভালো গাড়ির গেম

বর্তমানকালে এই যুগে যেহেতু ভার্চুয়ালি গেম খেলার প্রবণতা যেহেতু দিন দিন বেড়ে যাচ্ছে। তাই মানুষজন ভিন্ন ধরনের গেম এবং সেগুলো খেলতে শুরু করেছে। বর্তমান ট্রেন্ডিং গেম বলতে গেলে বলা যায় ফ্রী ফায়ার পাবজি কিংবা মর্ডান ওয়ারফেয়ার জাতীয় গেমগুলোকে বলা যায়।

কিন্তু জনপ্রিয় গেম শুধু এগুলোই হয়না আরো অনেক ধরনের গেম হয় যেমন রেসিং গেম, ফাইটিং গেম, মর্ডান কার্ড গেম, বিভিন্ন ধরনের ভেহিকেল গেমস ইত্যাদি। এজাতীয় অনেক গেম আছে যেগুলো লোকচক্ষুর আড়ালে রয়েছে তবে সেগুলো যদি সাধারন মানুষ খেলে তাহলে তারা অনেক মজা পাবে।

আজকে আমি সেই সব ভালো ভালো গেম ডাউনলোড করার লিংক দিব ।যেখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

Road warrior : nitro car battle

ভালো ভালো গেমস

আমাদের তালিকায় এদিকে প্রথম স্থানে রাখলাম। এর কারণ হচ্ছে এর এক্সট্রাঅরডিনারি ফিচার। অনেক ব্যয়বহুল গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এই গেমে। বড় ধরনের গ্রাফিক্স ব্যবহার করা সত্ত্বেও এই গেমটি কে লাইট ওয়েট করা হয়েছে। মাত্র ১০৭ mb এই গেমটি, যা গ্রাফিক্স এর তুলনায় অনেক কম । এবং তুলনামূলক কম স্পেস খরচ করবে আপনার।

আপনারা গুগল প্লে স্টোরে road warrior nitro car battle লিখে সার্চ করলে প্রথমে যে গেমটি পাবেন সেটি হচ্ছে আপনার এই কাংখিত গেম। গুগল প্লে স্টোরে এই গেমটির রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৮ , যা রেসিং গেম গুলোর মধ্যে এককভাবে সেরা বলা যায়।

এছাড়া সেখানে অনেক মানুষ গেমটির রিভিউ দিয়েছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ,যে গেমটি সেরা গেম গুলোর মধ্যে একটি কিনা।

এটি মূলত মরুভূমির পরিবেশে তৈরি করা একটি গেম ।এই গেমটি রিলিজ করা হয়েছে 22 শে ফেব্রুয়ারি 2021 সালে। এবং এই গেমটি 10 লক্ষ বার ডাউনলোড হয়েছে।

জেনে নিন এই গেমটির সর্বশেষ ভার্সন হচ্ছে 1.4.3।

 

ডাউনলোড করুন।

Idle racing go: Clicker Tycoon & Tap race manager

ভালো ভালো গেমস ডাউনলোড

আমাদের তালিকায় এই গেমটি কে দ্বিতীয় স্থানে রাখলাম। এর রেটিং পয়েন্ট যদিও অন্যান্য গেমস গুলোর চেয়েও কম তবে এর দেওয়া রিভিউগুলো আপনাকে খেলার অনুপ্রেরণা যোগাবে। এ রেটিং পয়েন্ট হচ্ছে ৪.১ । এই গেমটি একদম স্মুথ স্পিডের এবং লাইট ওয়েট। যাদের ফোনের স্পেস কম কিংবা রেম রম কম তাদের জন্য এই গেমটি একদম পারফেক্ট।

এই গেমটি আপনার ফোনের 98 এমবি এসপেস দখল করবে। এই গেমটি রিলিজ করা হয় ১৪ ফেব্রুয়ারি ২০১৮ এবং সর্বশেষ আপডেট করা হয় ৫ ই আগস্ট ২০২০ সালে। এবং সর্বশেষ ভার্সন হচ্ছে ১.২৭.২ । নিচে একটি রিভিউ এর স্ক্রিনশট দেওয়া হল।

গেমটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে সার্চ দিন, idle racing go

Top speed 2: Drag Rivals and Nitro Racing

আমাদের তালিকায় এই গেমসটি কে তৃতীয় স্থানে রাখলাম। ভালো ভালো গেমস এর তালিকায় এই গেমসটিও আছে। এ গেমসটির ফিচারর্ড় অত্যন্ত উন্নত মানের। তবে দুর্ভাগ্যবশত এই গেমসটি স্বাভাবিকের তুলনায় একটু বেশি অ্যাড শো করে থাকে।

গুগল প্লে স্টোরে এই গেমসটির রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৩।

এই গেমসটি ২০১৯ সালের ১১ জুন এবং সর্বশেষ আপডেট করা হয় ১৪;জুলাই ২০২১ সালে। এই গেমসটির সর্বশেষ ভার্সন হচ্ছে ১.০২.০। নিচে এই গেমসটি কিছু রিভিউ এর স্ক্রিনশট দেওয়া হল।

Top speed 2: Drag Rivals & Nitro Racing ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Asphalt 8 : Car Racing Game

আমরা তালিকায় এদিকে চতুর্থ স্থানে রাখলাম। এটি asphalt সিরিজের একটি অন্যতম জনপ্রিয় গেমস। আপনারা যারা গাড়ির গেম ভালো ভালো খুঁজেন তারা হয়তো জেনে থাকবেন asphalt হচ্ছে এমন একটা জনপ্রিয় সিরিজ যা ফ্রী ফায়ার কিংবা পাবজি কে টেক্কা দেওয়ার মতো গেমস।

যদি আমাদের দেওয়া এই গেমসটি অফ্লাইন গেমস এর ফিচার দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এই গেমটির ফাইল হচ্ছে 121 এমবি । বুঝতেই পারছেন অধিক বিচার সম্পন্ন এবং লাইট ওয়েট হওয়ার জন্য আমরা এই গেমটি কে চতুর্থ স্থানে রেখেছি। আপনারা চাইলে গেমটি ইন্সটল করে খেলতে পারেন। আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই এই গেমটি পেয়ে যাবেন।

এই গেমসটি রিলিজ করা হয়েছে 20 আগস্ট 2013 সালে এবং সর্বশেষ আপডেট করা হয়েছে 17 ই ডিসেম্বর 2008 সালে। এই গেমসটি সর্বশেষ ভার্সন হচ্ছে ৬.১.০g । মিছে এই গেমসটি রিভিউ গুলোর একটি স্ক্রিনশট দেওয়া হল।

 

গেমসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

অবশ্যই পড়ুন,

 

Turbo racing 3D

আমার তালিকায় সর্বশেষ গেমসটি হচ্ছে এটি। আমি ব্যক্তিগতভাবে এই গেমসটি অনেকদিন ধরে খেলেছি যদি গেমসটি অফলাইন এ খেলা যায়। এই গেমসটির গ্রাফিক্স অত্যন্ত উন্নত মানের। গুগল প্লে স্টোরে এই গেমসটি রেটিং পয়েন্ট হচ্ছে 4.3।

এই গেমসটি 12 ই নভেম্বর 2014 সালে রিলিজ করা হয় এবং সর্বশেষ আপডেট করা হয় 30 আগস্ট 2021 সালে। এ পর্যন্ত এই গেমসটি 50 মিলিয়ান বারেরও বেশি ডাউনলোড হয়েছে।

আমার দেখা অফ্লাইন গেমস গুলোর মধ্যে এই গেমসটি এতবার ডাউনলোড হয়েছে তা কল্পনার বাহিরে। যদিও এই গেমসটির ফাইল স্পেস খুব কম মাত্র 18 এমবি। আপনার চাইলে এই গেমটির রিভিউ গুলো দেখতে পারেন ।নিচে একটি স্ক্রিনশট দেয়া হল।

 

গেমসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ভালো ভালো গেমস কিভাবে খুজবো?

সত্যিকার অর্থে কোন গেম কতটা সুন্দর সেটা লেখনীর মাধ্যমে বোঝানো খুব কঠিন বিষয় আপনারা যদি সত্যিকার অর্থে ভালো ভালো গেমস খুঁজে পেতে চান। তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর এর রেটিং পয়েন্ট দেখবেন। তারপর সেখানে দেওয়া গেমসের স্ক্রীনশট গুলো দেখবেন এবং গেমসটি কত বার ডাউনলোড করা হয়েছে সেটা দেখবেন।

আরেকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে গুগল প্লে স্টোরে নিচে দেওয়া রিভিউগুলো আপনার মান সম্মত কিনা সেটাকে যাচাই করে গেমস ডাউনলোড করবেন।

আসলে আমার দেওয়া এই ভালো ভালো গাড়ির গেম গুলো অনেক রিসার্চ করে আপনাদের দেওয়া হয়েছে।

এন্ড্রয়েড ফোনের জন্য ভালো ভালো দৌড়ানোর গেমস

আপনার সাধারণত দৌড়ানোর গেম বলতে টেম্পল রান কে বুঝিয়ে থাকেন।কিন্তু আরো হাজারো টেম্পল রান এর মত গেম রয়েছে , যেগুলোতে থ্রিডি গ্রাফিক্স ব্যবহার করে দৌড়ানোর গেম খেলা যায়।এখন আমি সেরকম কয়েকটি গেম আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক।

Temple Run 2

দৌড়ানোর গেম টি কে প্রথম স্থানে রাখা হলো। এই গেমটি অত্যন্ত উচ্চ মানের গ্রাফিক্স দিয়ে ডিজাইন করা হয়েছে। গেমটি অফলাইনে খেলা যায় তা সত্ত্বেও সেখানে এত উঁচুমানের গ্রাফিক্স ব্যবহার করেছেন গেমস কর্তৃপক্ষ। এই গেমসটি যে পরিবেশে তৈরি করা হয়েছে সেটি একদম ভুতুড়ে টাইপের। এই গেমসটি আপনি খেললেই বুঝতে পারবেন যে গেমের চারপাশের পরিবেশ কতটা জাঁকজমকপূর্ণ।

আজকাল মানুষ এই গেমটি কে দৌড়ানোর গেম হিসেবে সেরা হিসেবে বিবেচনা করে নিয়েছে। কেন এই গেম সেরা যারা খেলেছেন তারাই ভালো জানেন। এই গেমটি খেলার জন্য অনেক ভালমানের মস্তিষ্কের দরকার। অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি রেসপন্স করতে পারবেন মানে আপনার মস্তিষ্ক যত তাড়াতাড়ি রেসপন্স করতে পারবে আপনার জন্য গেমসটি খেলা তত সহজ হবে। যদি তা করতে না পারে তাহলে গেমটি আপনার জন্য অসহ্যের কারণ হয়ে দাঁড়াবে।

এই গেমটি রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের ২৩ তারিখ ২০১৩ সালে। এবং সর্বশেষ আপডেট করা হয়েছে ৫ এ জানুয়ারি ২০২২ সালে। এই গেমস এর ফাইল গুলো সর্বমোট ১৪০ এমবি স্পেস দখল করবে আপনার মেমোরি। এই গেমসটি ৫০ মিলিয়ন ডলারের বেশি ডাউনলোড করা হয়েছে এবং এর সর্বশেষ ভার্সন হচ্ছে ১.৮৪.০। নিচে গেমসে কিছু ফিচার দেওয়া হল।

  • সুন্দর নতুন গ্রাফিক্স
  • চমৎকার নতুন জাঁকজমকপূর্ণ পরিবেশ
  • নতুন নতুন চ্যালেঞ্জ।
  • নতুন নতুন আরো অর্জন এর সুবিধা
  • প্রতিটি চরিত্রের জন্য বিশেষ ক্ষমতা

 

গুগল প্লে স্টোরে এই গেমসটি রেটিং পয়েন্ট হচ্ছে 4.1। সেখানে প্রতিটি রিভিউ এ প্রায় সবাই ভালো কিছু লিখেছে গেমসটি সম্পর্কে। নিচে রিভিউ এর একটি স্ক্রিনশট।

Subway Princess Runner

আমাদের তালিকায় এই গেমসটিকে তৃতীয় স্থানে রাখলাম। আমি ব্যাক্তিগত ভাবে এই গেমসটি দৌড়াদৌড়ির গেম হিসেবে খেলেছি। অনেক আগেই দেখেছি গেমসটা কতটা চমৎকার।

যদি ভালো ভালো গেমস এর কথা বলা হয় তাহলে এই গেমসটিকে শীর্ষে রাখা যায়, এর আউটস্টানডিং পারফরমেন্স দেখে। এই গেমসটিতে আপনি দৌড়ানোর সাথে সাথে উড়তেও পারবেন। কয়েন সংগ্রহ করার জন্য আপনি ইউ আকৃতির একটি নল পাবেন, উড়ার জন্য রকেট পাবেন, এক্সট্রা স্পিড এর জন্যে আলাদা ফিচার থাকবে ইত্যাদি ইত্যাদি।

গুগল প্লে স্টোরে এই গেমসটির রেটিং পয়েন্ট হচ্ছে ৪.০। এর দেয়া রিভিউ গুলো দেখতে পারেন আপনি, সাবাই প্রায় ভালো লিখছে। এই গেমসটি রিলিজ করা হয়েছে ২ জুন ২০১৭ সালে এবং আপডেট করা হয়েছে সর্বশেষ ৯ ডিসেম্বর ২০২১ সালে। এই গেমসটি ১০০ মিলিয়ন এর বারেরও বেশী ডাউনলোড করা হয়েছে। বুঝতেই পারছেন এটা কত পপুলার।

Gummy Bear Run: Endless Run

এটি দৌড়াদৌড়ির এক অসাধারণ গেমস।এই গেমসটি একটু চ্যালেঞ্জ বটে। এখানে আপনি দৌড়াদৌড়ির ক্ষেত্রে ঝাপতে পারবেন, ডানে বামে যেতে পারবেন, বিভিন্ন বাস ট্রাক এর উপর কিংবা নিচ দিয়ে যাওয়া যায় এই গেমসে। এখানাকার গ্রাফিক্স বেশ ভালোই।যদিও এই গেমসটি মাত্র ৪৫ এমবি জায়গা দখু করবে আপনার মেমরির। অর্থাৎ অন্যান্য গেমসের তুলনায় এটি অনেক কম স্পেসের ফাইল বহপ্ন করর।

আপনি গুগল প্লে স্টোরে Gurmy bear run লিখে সার্চ দিলে এই গেমসটি পাবেন।সেখানে একটু ঘুরাঘুরি করলেই বুঝতে পারবেন যে গেমস্টি কতো ভালো। গুগল প্লে স্টোরে এই গেমসটির রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৪। এটি রিলিজ করা হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০২০ সালে এবং সর্বশেষ আপডেট করা হয়েছে ১৬ ডিসেম্বর ২০২১ সালে। এ পর্যন্ত গেমসটি ৫ মিলিয়ন এর বেশী বার ডাউনলোড হয়েছে।

Minion rush : Running game

এই গেমসটি ও আমার মতে অনেক সুন্দর দৌড়োদৌড়ির গেম হিসেবে। এটি বিখ্যাত কোম্পানির গেম লফট এর তৈরি করা একটি গেমস। এ গেমস টি তে রয়েছে বিভিন্ন ধরনের পরিবেশ। যেমন, আপনি ফ্লাইওভার দিয়ে আকাশে উঠতে পারবেন ,আবার সুরঙ্গ দিয়ে মাটির নিচে দৌড়োতে পারবেন ।কিংবা এমনিতে আকাশে উঠতে পারবেন। সব মিলিয়ে এটি একটি অনন্য গ্রাফিক্স প্রদর্শন করে।

এ গেমস রিলিজ করা হয়েছে 13 ই জুন 2013 সালে এবং সর্বশেষ আপডেট করা হয়েছে 16 ডিসেম্বর 2021 সালে। এই গেমসটির ফলগুলো আপনার মেমোরি 92 এমবি স্পেস দখল করবে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই গেমসটি 100 মিলিয়ন বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে।

Street Chaser

এই গেমসটি কে আমি দৌড়াদৌড়ি গেম হিসেবে সর্বশেষ স্থানে রাখলাম। এই গেমসটি আমি খেলেছি। গেমস এর নিয়ম অনুযায়ী কেউ একজন আপনার ব্যাগ হাত থেকে নিয়ে ছুটে পালাবে। এবং আপনাকে সে চোরকে ধরতে হবে। চোরকে ধরার জন্য আপনার সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে সেগুলো পার করি আপনাকে চোরকে ধরতে হবে। চোরকে ধরতে পারলে আপনার মিশন শেষ।

গেমসটি এর পরিবেশ হিসেবে রেসিডেন্সি এলাকা ব্যবহার করা হয়েছে অনেক ভালোই। মাঝে মাঝে আমরা কি ফাঁকা রোড এ নিয়ে যাবে তবে বেশিরভাগ সময় আপনাকে রেসিডেনশিয়াল এলাকা দেখাবে।

এ গেমসটির গুগল প্লে স্টোরে রেটিং হচ্ছে 4.1। এই গেমসটি রিলিজ করা হয়েছে 10 ই অক্টোবর 2017 সালে এবং সর্বশেষ আপডেট করা হয়েছে 17 এপ্রিল 2001 সালে। গেমসটি 100 মিলিয়ন বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে।

লেটেস্ট কনটেন্ট,

এন্ড্রোয়েড ফোনের জন্য ভালো ভালো গেমস

আমার দেওয়া উপরের সবগুলোই এন্ড্রয়েড ফোনের জন্য প্রযোজ্য। সবগুলো গেমই টপ এবং ট্রেন্ডিং। তবে উপরের গেম গুলো সবগুলো দৌড়ানো গেম গাড়ির গেম

।নিচে আমি আরও কিছু ভালো ভালো গেমস আপনাদের সামনে উপস্থাপন করছি।

 

Airline Commander: Flight Game

এই এম স্টিল গ্রাফিক্স অত্যন্ত উন্নত মানের। গেমস আপনি অনলাইনে খেলতে পারবেন। আসলে এই গেমসটি হচ্ছে একটি ফ্লাইং গেম। যার মাধ্যমে আপনি যুদ্ধবিমান এবং বিভিন্ন অস্ত্র দিয়ে বিভিন্ন মিশন পরিচালনা করতে পারবেন। এই গেমস খেলার মাধ্যমে আপনি সত্যি কারের যুদ্ধের স্বাদ নিতে পারবেন , কথাটা হাস্যকর হলেও এর গ্রাফিক্স ততটা উন্নত মানের।

নিচে কিছু ফিচার তুলে ধরা হলো

 

  • ডজন ডজন এয়ারলাইনার: টারবাইন, একক ডেক বা ডাবল ডেক।
  •   বিশ্বের সমস্ত প্রধান বিমানবন্দরের দিকে হাজার হাজার রুট খোলার জন্য ট্যাক্সিওয়ে সহ কয়েক ডজন প্রধান হাব।
  •    শত শত বাস্তবসম্মত বিমানবন্দর এবং রানওয়ে। প্রতিটি অঞ্চল এবং বিমানবন্দরের জন্য HD স্যাটেলাইট ছবি, মানচিত্র এবং বিশ্বব্যাপী নেভিগেশন।
  •  হাজার হাজার বিভিন্ন পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে।
  •   রিয়েল-টাইম এয়ারক্রাফ্ট ট্র্যাফিক, বাস্তব এয়ারলাইন্স সহ, মাটিতে এবং ফ্লাইটে।
  •     উন্নত ব্যবহারকারীদের জন্য নেভিগেশন সহায়তা বা ফ্লাইট সিমুলেশন সহ সরলীকৃত ফ্লাইট সিস্টেম।
  •       বাস্তবসম্মত SID/STAR টেকঅফ এবং পুশব্যাক সিস্টেম, ট্যাক্সি চালানো এবং ডক করার সম্ভাবনা সহ ল্যান্ডিং পদ্ধতি।
  •        আপনি সেরা পাইলট প্রমাণ করার জন্য প্রতিযোগিতার মোড।
  •         সূর্য, চাঁদ, তারা এবং রিয়েল-টাইম আবহাওয়ার সাথে দিনের বিভিন্ন সময় বাস্তবসম্মত।
  •           কাস্টমাইজযোগ্য এয়ারলাইন লিভারি।

 

ইত্যাদি ইত্যাদি,,,,,,

 

Aces® Spades

আমার দেওয়া এই গেমসটি কার্ড গেমস। আপনার যারা কার্ড খেলতে ভালোবাসেন তাদের জন্য এই গেমটি সেরা। এই গেমসটি তো চারজন কার খেতে পারবে। সেটা হোক অনলাইন কিংবা অফলাইনে। আপনি চাইলে কম্পিউটারের সাথে ও কার্ড খেলতে পারবেন। যেহেতু এটা কার্ড গেমস তাই এর গ্রাফিক্স আপনার নাও ভালো লাগতে পারে। নিচে এই গেমসে কিছু ফিচার দেখিয়ে নিন।

 

  • 11টি অ্যানিমেটেড ভিক্টোরিয়ান যুগের চরিত্র
  •  5 টি কঠিন সেটিং সেটিংস
  •   19 আনলকযোগ্য অপসন।
  •  কাস্টমাইজযোগ্য বিডিং অপসন।
  •  কিভাবে খেলতে হয় তার গাইড ।

এই গেমসটি সাইজ 40 এমবি। গুগল প্লে স্টোরে এই গেমসটি রেটিং পয়েন্ট হচ্ছে 4.2। এই গেমসটি রিলিজ করা হয়েছে 3 এপ্রিল 2012 সালে এবং সর্বশেষ আপডেট করা হয়েছে 11 ই নভেম্বর 2019 সালে। এই কার্ড গেমস টি সর্বমোট 5 মিলিয়ন বারের ও বেশি ডাউনলোড করা হয়েছে।

আমাদের শেষ কথা,

এই আর্টিকেলে আমি আপনাদের অনেক ভালো ভালো গেমস এর সন্ধান দিয়েছি। আর ভালো ভালো গেম ডাউনলোড করবেন কিভাবে তার লিংক দিয়ে দিয়েছি। আশা করি অনেক ভাল লেগেছে।

এছাড়াও আমি গাড়ির গেম ভালো ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। উপরে দেওয়া সবগুলো গেম ওই প্রায় ট্রেন্ডিং। জ্বালা বলেন ভালো ভালো গেম দাও কিংবা ভালো ভালো গেম দেখাও তাদের জন্য এই কনটেন্টটি যথেষ্ট যদি তাড়া ভালো করে পড়ে।

আজকে এ পর্যন্তই ।ভালো থাকবেন ।আসসালামু আলাইকুম।

 

Similar Posts