Skip to content

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বাংলায় (সেরা ৪টি আবেদনপত্র)

আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি বিষয়ের উপর আবেদনপত্র যা শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র । আমি এই বিষয়ের উপর সহজ তিনটি আবেদনপত্র বিভিন্ন বই থেকে এবং ইউটিউব ভিডিও ও গুগোল থেকে সংগ্রহ করে দিচ্ছি। এই আবেদনপত্রগুলো ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সকল শিক্ষার্থী ব্যবহার করতে পারবে। নিম্নোক্ত বিষয় সম্পর্কে যা রা সার্চ করেছে তাদের জন্য সহ এই আর্টিকেলটি লিখা হয়েছে,

  • শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন ক্লাস ৫
  • শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন ক্লাস ৮
  • শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন class 8
  • শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন class 6

চলুন কথা না বাড়িয়ে নিচ্ছে আবেদনপত্রগুলো দিয়ে দিই।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত আবেদনপত্র,

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

  •  শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখ?

১১ জানুয়ারি , ২০১৯

বরাবর

প্রধান শিক্ষক

বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয় , চট্টগ্রাম

বিষয় : শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন ।

মহোদয়

বিনীত নিবেদন এই , আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী । আসন্ন শীতের ছুটিতে আমরা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষাসফরে যাওয়ার পরিকল্পনা করেছি । সেখানে গেলে আমরা পাহাড় , ঝরনা আর সবুজের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারব । এতে একঘেয়ে জীবন থেকে আমাদের মুক্তি মিলবে । দূর হবে দেহমনের ক্লান্তি ও জড়তা । আমরা প্রত্যেকেই শিক্ষাসফরের ব্যাপারে উৎসুক । শ্রেণিশিক্ষক ও অভিভাবকদের অনুমতিও নিয়েছি ।

অতএব , আপনার কাছে বিনীত প্রার্থনা , আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করবেন ।

বিনীত

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে

নাঈমা রহমান

রোল -১


 

এরপর আমি আরো একটি আবেদনপত্র যোগ করছি জেটি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ ভাবে ব্যবহার করতে পারে। নিম্নে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বাংলায়,

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বাংলায়

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বাংলায়

  • শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধানের কাছে আবেদনপত্র?

 

তারিখ : ২১.৩.২০২০

প্রধান শিক্ষক

মানিকছড়ি উচ্চ বিদ্যালয় বইলছড়ি , রাঙ্গামাটি ।

 

বিষয় : শিক্ষাসফরে যাওয়ার প্রয়োজনীয় অর্থ ও অনুমতির জন্য আবেদন ।

মহাত্মন ,

বিনীত নিবেদন এই যে , আমরা আপনার স্কুলের দশম শ্রেণির ছাত্রছাত্রী । আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষাসফরে যেতে আগ্রহী । শ্রেণিকক্ষের সীমাবদ্ধ পাঠ্যসূচির বাইরে ব্যবহারিক জীবনের জ্ঞান অর্জনের জন্য এই শিক্ষাসফর সহায়ক হবে বলে মনে করি । আমরা ইতিহাসখ্যাত কুমিল্লার ময়নামতি যেতে চাই । ময়নামতি সম্পর্কে আমরা পাঠ্যবইতে অনেক পড়েছি , বাস্তবে তা প্রত্যক্ষ করে আমাদের জানার পরিধি আরো বাড়াতে চাই ।

অতএব মহাত্মনের নিকট আমাদের বিনীত নিবেদন , আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলে বিশেষভাবে বাধিত হব ।

বিনীত—

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে ,

নিরু চাকমা মনিকা মারমা ও


আরো পড়ুন,

এরপরে আমি যে আবেদনপত্র টি দিতে যাচ্ছি সেটি হচ্ছে

বিশেষত অষ্টম শেণির শিক্ষার্থীদের জন্য।আশা করি এই আবেদন পত্রটি অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সেরা হবে। পড়ে নিন, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র class 8

শিক্ষা সফর আবেদন পত্র

  • শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো ?

৪ ঠা ফেব্রুয়ারি ২০১৮

বরাবর

প্রধান শিক্ষক

আর.কে. উচ্চ বিদ্যালয়

 

বিষয় : শিক্ষাসফরে যাওয়ার জন্যে অনুমতি প্রদানের আবেদন ।

জনাব

সবিনয় নিবেদন এই যে , আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী । আমরা ঠিক করেছি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষাসফরে হিমছড়িতে যাব । সেখানকার সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করব । শিক্ষাসফরে আমরা তিন দিন থাকব বলে পরিকল্পনা করেছি । আর এ তিন দিনে আমাদের ২০ হাজার টাকা খরচ হবে । আমাদের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয় । তাই আমরা আপনার সহযোগিতা কামনা করছি । আপনার অনুমতি পেলে আমরা এ টাকার অর্ধেক নিজেরা চাঁদার মাধ্যমে সংগ্রহ করব ।

অতএব বিনীত প্রার্থনা এই যে , আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করবেন ।

বিনীত

অষ্টম শ্রেণির ছাত্রীবৃন্দের পক্ষে জামিল।


শিক্ষার্থীরা উপরিউক্ত দুইটা আবেদনপত্রের মধ্যে কোনটি ভালো লেগেছে‌। যদি ভালো লেগে থাকে তাহলে পরীক্ষায় ব্যবহার করতে পারেন, এছাড়াও আমি নিচে আরও একটি আবেদনপত্র যোগ করছি যেটি কেবলমাত্র নবম দশম শ্রেণীর জন্য লিখা হয়েছে। নিচে দেওয়া হল, নবম-দশম শ্রেণীর জন্য শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন,

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র

 

  • শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো?

০৪.০২.২০২০

বরাবর

প্রধান শিক্ষক

অগ্রণী মাধ্যমিক বিদ্যালয় , শ্রীপুর ।

 

বিষয় : শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন ।

মহোদয় ,

সবিনয় নিবেদন এই যে , আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী । দীর্ঘদিনের ক্লাস ও পরীক্ষার কারণে আমরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি । তাই আমরা ঠিক করেছি পাঠসহায়ক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় জাদুঘরে শিক্ষাসফরে যাব । জাদুঘরে ভ্রমণের মধ্য দিয়ে সেখানে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনসমূহের পাশাপাশি জাতীয় ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মারক ও স্মৃতিচিহ্ন দেখার সুযোগ লাভ করব । বিকেলে প্রাচ্যের অক্সফোর্ড – খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখব । এ বিষয়ে আমরা শ্রেণিশিক্ষক ও অভিভাবকদের অনুমতি নিয়েছি । আপনার অনুমতি পেলে নির্দিষ্ট একটি তারিখ ঠিক করে চাঁদা উত্তোলনসহ অন্যান্য পরিকল্পনা তৈরি করব ।

অতএব , বিনীত প্রার্থনা , আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রদান করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আমাদের বাধিত করবেন ।

নিবেদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে

মাহেরা তাবাসসুম

 

আমাদের শেষ কথা, 

আশা করি এই আর্টিকেলে আমি তোমাদের অনেকো তথ্য দিতে পেরেছি শিক্ষা সফর আবেদনপত্র সম্পর্কে। আমার দেওয়া শিক্ষা সফর আবেদন পত্র গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।

Read more,

  1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা, সাথে পিডিএফ (পরীক্ষা ও রচনা প্রতিযোগিতার জন্য)
  2. আমাদের দেশ রচনা। এক হাজার শব্দের মধ্যে রচনা।
  3. বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস
  4. চিঠি লেখার নিয়ম বাংলায় (Rules of writing letters in Bengali)

2 thoughts on “শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বাংলায় (সেরা ৪টি আবেদনপত্র)”

  1. দয়া করে “পিকনিকে শালীন পোশাক পরিধান করতে” প্রধান শিক্ষকের কাছে আবেদনটি পোস্ট করতে পারবেন কি?!

    1. ইনশাআল্লাহ, ভাইয়া চেষ্টা করবো কয়েকদিনের মধ্যে দেওয়ার। আমাদের আর্টিকেলগুলো শেয়ার করে পাশেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *