১ টন কত কেজি |এক টন সমান কত কেজি ?
আসসালামু আলাইকুম। আজকের এই আর্টিকেলের আমি আপনাদের ১ টন কত কেজি সম্পর্কে বিস্তারিত জানাবো। অনেকেই মেট্রিক টন কিংবা ইউএস টন নিয়ে বিপাকে পড়েন। আসলেই দুটো আলাদা আলাদা একক মানুষের মাথায় ঘুরপাক খায় , যে পরীক্ষার খাতায় এক টন সমান কত কেজি এরূপ প্রশ্ন আসলেই কোন উত্তরটি লিখব।
আসুন, আজকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। মেট্রিক টন পদ্ধতি কি?
টন পদ্ধতি কি?
অধিক ওজনের বস্তুকে পরিমাপ করার জন্য গ্রাম কিংবা কেজি ব্যবহার করা সম্ভব নয়। তাই অনেক বড় ধরনের বস্তু কে পরিমাপ করার জন্য যে প্রচলিত একক কি ব্যবহার করা হয় সেটি হচ্ছে টন। তবে এর টোন পদ্ধতির অনেকগুলো ভাগ রয়েছে। মোটামুটি ভাবে টন পদ্ধতি কে তিন ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ইউএস টন, আরেকটি মেট্রিক টন, এবং সর্বশেষে হচ্ছে ইম্পেরিয়াল টন।
এখানে টন পদ্ধতির প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা নির্দিষ্ট মান রয়েছে। তাই আপনি কখনোই ভুলতে পারবেন না যে এক টন সমান 1000 কেজি। দেশের প্রত্যেকটি পদ্ধতির পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া হল।
১ টন কত কেজি ?
টন পদ্ধতিতে পরিমাপ করতে গেলে আপনাকে বিস্তারিত জানতে হবে টন পদ্ধতি সম্পর্কে। আমাদের দেশে যে টন পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে বর্তমানে সেটি হচ্ছে মেট্রিক টন। আমরা কথায় কথায় শুনি যে জাপান থেকে বাংলাদেশে 5 হাজার মেট্রিক টন চাল আমদানি হচ্ছে কিংবা চীন থেকে 2 হাজার মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। এখানে মেট্রিক টন পদ্ধতিটি খুবই সংক্ষেপ এবং সহজ। এছাড়া বাকি দুই টিটন কেবলমাত্র নির্দিষ্ট জিনিসপত্র এবং নির্দিষ্ট দেশের মানুষেরা ব্যবহার করে থাকে। নিচের পদ্ধতিগুলো লক্ষ করুন,
১ মেট্রিক টন সমান কত কেজি?
এক মেট্রিক টন(metric Tonne) সমান কত কেজি: মেট্রিকটন হচ্ছে ব্রিটিশদের তৈরি একটি পরিমাপ পদ্ধতি। আর এই পদ্ধতিটি কি পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই ব্যবহার করা হয়। আমরা খুব ভাল করেই জানি ব্রিটেনের অর্থাৎ ব্রিটিশরা পৃথিবীর অধিকাংশ দেশ শাসন করেছে। তাই তারা যেখানে শাসন করেছে সেখানে ব্রিটিশদের সংস্কৃতি কিংবা পদ্ধতি থাকবে সেটাই স্বাভাবিক।
তারই ধারাবাহিকতা অনুযায়ী ব্রিটিশদের তৈরি পরিমাপ একক মেট্রিকটন পৃথিবীর অনেক দেশেই বহাল রয়েছে। তাছাড়া এই পদ্ধতিটি ব্যবহার করে খুব সহজেই টন থেকে কেজিতে কিংবা টন থেকে পাউন্ডে রূপান্তর করা যায়।
১ টন = ১০০০ কেজি বা এক হাজার কেজি ।
পরীক্ষার খাতায় প্রায়ই দেখি, এক টন সমান কত কেজি?
এর উত্তর হিসেবে আমরা বলতে পারব 1 টন = 1 হাজার কেজি কারণ মেট্রিক টন কে সংক্ষেপে টন বলে। ইংরেজিতে একে “metric Tonne” বা ” Tonne” বলে।
১ ইউএস টন কত কেজি?

ইউএস টন (US Ton)হচ্ছে একটি একটি পরিমাপ পদ্ধতি, যা মেট্রিক পদ্ধতির ব্যতিক্রম পরিমাপ পদ্ধতি এবং যা কেবলমাত্র পশ্চিমের দেশগুলোর মধ্যে ব্যবহার করা হয়।
নাম শুনেই বুঝতে পারবেন আপনি টন কথার পূর্বে লেখা আছে ইউ এস অর্থাৎ ইউনাইটেড স্টেড বা যুক্তরাষ্ট্র।
অহরহ আমেরিকার দেশগুলোর মধ্যে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। আমরা খবরের কাগজে কিংবা টিভিতে এই পদ্ধতির কথা শুনে থাকব হয়তো, যেমন কোনো টেকনোলজি রিলেটেড যন্ত্রের ওজন যখন আমরা কোন খবরের কাগজে পড়ি তখন সেখানে লেখা থাকে বস্তুর ওজন 1570 ইউএস টন কিংবা এরকম কোন কিছু । তবে 1 মেট্রিক টন সমান 1 ইউএস টন কিন্তু কখনই হবে না।
1 ইউ এস টন= 907.185 কেজি বা 907 কেজি 185 গ্রাম।
আমি আবার বলছি, এ পদ্ধতিটি আমাদের দেশে মূলত ব্যবহার করা হয় না, তাই পরীক্ষার খাতায় ১ টন কত কেজি এরকম কোন প্রশ্ন আসলে আপনি মেট্রিক টন কে ব্যবহার করবেন।
আড়ও পড়ুন,
এক ইম্পেরিয়াল টন সমান কত কেজি?
Imperial ton: এ পদ্ধতির আবিষ্কারক ব্রিটিশরা। ব্রিটিশরা একই সাথে মেট্রিক টন এবং ইম্পেরিয়াল টন এর আবিষ্কারক। তবে কালের প্রবাহে তারা এখন ইম্পেরিয়াল টনের ব্যবহার কমিয়ে দিয়ে মেট্রিকটন এর ব্যবহার এর দিকে ঝুঁকেছে।
আঠারো শতকের দিকে ইম্পেরিয়াল ব্যাপকভাবে ব্যবহার হতো ব্রিটিশ এ। বিশেষ করে ব্রিটিশ কমনওয়েলথ দেশ গুলোর মাঝে বিভিন্ন পণ্য পরিমাপের জন্য ইম্পেরিয়াল টন খুবই প্রচলিত ছিল। এছাড়াও যুক্তরাষ্ট্রে এ পদ্ধতির ব্যবহার ছিল।
তবে বর্তমানে ব্রিটেনে এর ব্যবহার খুব কম হলেও যুক্তরাষ্ট্রে বিশেষ কিছু পণ্যের পরিমাপ সম্পন্ন করার জন্য এই ইম্পেরিয়াল ব্যবহার করা হয়।
1 ইম্পেরিয়াল টন = 1016.05 কেজি বা 1016 কেজি পাঁচ গ্রাম ।
টন পদ্ধতি গুলোর মধ্যে এই পদ্ধতিতে এক টন সমান সর্বাধিক কেজিতে পরিমাপ করা যায়।
পড়তে থাকুন, ১ টন কত কেজি ?
1 মেট্রিক টন সমান কত পাউন্ড ?
টনের হিসাব পরিমাপ তৈরি হয়েছে পাউন্ডের হিসাব এর উপর ভিত্তি করে। তাই টন এর সাথে তাল মিলিয়ে পাউন্ড এর ব্যবহার প্রচলিত রয়েছে।
আমরা যখন কনফেকশনারী দোকান থেকে কেক ক্রয় করি তখন দুই কিংবা তিন পাউন্ডের কেক ক্রয় করতে চাই। এটি হচ্ছে সেই পাউন্ড যা আমরা কেক ক্রয় করার জন্য ব্যবহার করে থাকি। নিখুঁত পরিমাপের জন্য এই পাউন্ড পদ্ধতি আবিষ্কার করা হয়েছে।
1 মেট্রিক টন = 2204.62 পাউন্ড। বা 2204 দশমিক 62 পাউন্ড
এক ইম্পেরিয়াল টন সমান কত পাউন্ড ?
মেট্রিক টন পদ্ধতির মত ইম্পেরিয়াল টন থেকে পাউন্ডে পরিমাপ করা যায়। এই ইম্পেরিয়াল টন হচ্ছে মেট্রিক পদ্ধতির আগেকার পদ্ধতি যা থেকে বর্তমান মেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে।
১ ইম্পেরিয়াল টন= 2240 পাউন্ড ।
পাউন্ড পরিমাপ পদ্ধতি এই ইম্পেরিয়াল পদ্ধতির সাথে হুবহু স্বাভাবিক সংখ্যার মত মিলে গেছে। অর্থাৎ 2240 পাউন্ড সমান এক ইম্পেরিয়াল টন।
এক ইউএস টন সমান কত পাউন্ড ?
কোন কোন ক্ষেত্রে u.s. টাউন থেকে পাউন্ডের হিসাব করা হয়। এক্ষেত্রে হিসাবটি আরও সহজ হয়ে যায়।
১ ইউএস টন = 2000 পাউন্ড।
টন থেকে পাউন্ড এর পরিমাপ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রে।
Read More
- নেগেটিভ অর্থ কি? নেগেটিভ শব্দের অর্থ কি?
- হানিফ বাস গেম ডাউনলোড করুন| hanif bus game download
- চিঠি লেখার নিয়ম বাংলায় (Rules of writing letters in Bengali)
- বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস
- শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বাংলায় (সেরা ৪টি আবেদনপত্র)
এক টন সমান কত কুইন্টাল ?
আমরা আমাদের দেশে কুইন্টাল শব্দটি খুব কম শুনে থাকি। তবে যারা শিক্ষার্থী এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির কর্মচারী তারা খুব ভাল করেই জানেন কুইন্টাল এর অর্থ কি।
1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। আর একটা মানে হচ্ছে 1000 কেজি।
সুতরাং আমরা বলতে পারি এক টন সমান 10 কুইন্টাল।
টন সম্পর্কিত প্রশ্নাবলী
১ টন কত কেজি বাংলাদেশ ?
১ টন সমান বাংলাদেশ বলা হয় এক হাজার কেজি। তবে পরীক্ষা কিংবা অন্য কোথাও উল্লেখ থাকে যে ইউএস টন কিংবা ইম্পেরিয়াল টন তাহলে সেটা নির্দিষ্ট মান অনুযায়ী লিখতে হবে।
১ মেট্রিক টন কত কেজি ।
ব্রিটিশদের পরিমাপক পদ্ধতি মেট্রিক টন অনুযায়ী 1 মেট্রিক টন সমান এক হাজার কেজি। তবে এই পদ্ধতিটি এখন সারা দুনিয়া ব্যবহার করে।
100 কেজি সমান কত টন ?
যেহুতু 1000 কেজি = 1 টন সুতরাং বলতে পারি 100 কেজি = 0.1 টন।
মেট্রিক টন এবং ইউএস টন কি একই ?
না, মেট্রিক টন এবং ইউএস টন দুটো আলাদা আলাদা পরিমাপ পদ্ধতি।
আমাদের শেষ কথা,
আশা করি আপনি বুঝতে পেরেছেন ১ টন কত কেজি এ সম্পর্কে। তবে আমরা এর রিলেটেড বিষয়গুলো সম্পর্কে সব তথ্য দিয়েছি। আমাদের দেওয়া তথ্যগুলো গুগল এবং উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা।
আশা করি আপনাদের সর্বোচ্চ টা দিতে পেরেছি। এই কনটেন্ট সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই লেখাটি আপনার কাছে ভাল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন।
>>>>>>Realated Articles<<<<<<