১ মিলিয়ন সমান কত টাকা ?

আসসালামু আলাইকুম। আজকের এই দিনটার ইন্টার মূল বিষয় হচ্ছে ১ মিলিয়ন সমান কত টাকা । আপনাদের অনেকেই এ বিষয়ে প্রশ্ন করে থাকেন যে, এক মিলিয়ন সমান কত টাকা হবে? এছাড়াও ১ মিলিয়ন ডলার সমান কত টাকা? ১ মিলিয়ন ইউরো সমান কত টাকা?১  মিলিয়ন রিয়াল সমান কত টাকা ? ইত্যাদি।

তাদের কথা চিন্তা করেই আমি এই আর্টিকেলটি লিখছি যাতে আপনারাও উপকৃত হতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক।

 

মিলিয়ন শব্দের উৎপত্ত

“Million” শব্দটি এসেছে ইতালিয়ান প্রাথমিক ভাষার “million” শব্দ থেকে। আধুনিক ইতালিয়ান ভাষায় এই মিলিয়ন কে আবার “millione” মনে।

এখানে ইতালিয়ান ভাষায় mili শব্দের অর্থ “হাজার” , এবং এর সাথে যুক্ত ” one/on” একটি প্রত্যয়।

শাব্দিক অর্থে মিলিয়ন শব্দের অর্থ one thousand thousand (1000000)

ব্যবহারিক ক্ষেত্রে মিলিয়ন এর অর্থ দাঁড়াচ্ছে 10 লক্ষ। হোক সেটা জনসংখ্যার ক্ষেত্রে, আবার হোক সেটা টাকা কিংবা অন্য কোন কিছু পরিমাপের ক্ষেত্রে, মিলিয়ন মানে 10 লক্ষ।

উপরের তথ্যগুলো গুগল এবং Wikipedia থেকে সংগ্রহ করা।

১ মিলিয়ন সমান কত টাকা

এক মিলিয়ন সমান কত টাকা: 1 মিলিয়ন সমান 10 লক্ষ টাকা। যেহেতু মিলিয়ন এর অর্থ ১ হাজার টাকা× ১০০০ ।

এখানে ১ হাজার টাকা× ১০০ = এক লক্ষ টাকা , সুতরাং ১ হাজার টাকা× ১০০০ = 10 লক্ষ টাকা।

সুতরাং আমরা বলতে পারি 1 মিলিয়ন সমান 1 0 লক্ষ টাকা। তবে মিলিয়ন নামক এই পরিমাপের পদ্ধতি শুধু টাকার ক্ষেত্রে ব্যবহার হয় না বরং জনসংখ্যা পরিমাপের ক্ষেত্রে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম কারেন্সি বোঝাতে এটি ব্যবহার হয়।

যেমন ধরুন জনসংখ্যা ক্ষেত্রে এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বাংলাদেশের জনসংখ্যা 160 মিলিয়ন এর অধিক ‌।

আবার কারেন্সি এর উদাহরণ দিতে এও বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক থেকে 10 মিলিয়ন ডলার চুরি হয়ে গেছে, এর মধ্যে 7 মিলিয়ন ডলার ফিলিপাইনের ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে বাকি তিন মিলিয়ন ডলার শ্রীলংকার ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে।

এখানে বলা হচ্ছে 10 মিলিয়ন ডলার চুরি হয়ে গেছে কিন্তু বলা হয়নি 10 মিলিয়ন টাকা চুরি হয়ে গেছে। যেহেতু টাকা এবং ডলারের হিসাব আলাদা তাই টাকা থেকে ডলারে কিংবা ডলার থেকে টাকা হিসাব করলে অনেক পরিবর্তন হতে পারে।

সুতরাং বলা যায় 10 মিলিয়ন টাকা, 10 মিলিয়ন ডলারের সমান নয়। তবে আপনারা এইটুকু মনে রাখতে পারেন যে এক মিলিয়ন সমান দশ লক্ষ। হোক সেটা টাকা কিংবা জনসংখ্যা আরো কিংবা কোন কিছু।

১ মিলিয়ন বাংলাদেশের কত টাকা

টাকার হিসেবে 1 মিলিয়ন বাংলাদেশী টাকা সমান 10 লক্ষ টাকা। যেহেতু এক মিলিয়ন এর অর্থ হচ্ছে 10 লক্ষ, তাই বলা যায় এক মিলিয়ন বাংলাদেশী টাকা সমান 10 লক্ষ টাকা।

 

১ মিলিয়ন ইউরো কত টাকা

টাকা হচ্ছে বাংলাদেশের কারেন্সি, আর ইউরো হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ গুলোর কারেন্সির নাম। বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ যেসব দেশে ইউরো ব্যবহার করা হয় তাদের নামগুলো যথাক্রমে, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি । এবং এরপরে আরো বিভিন্ন দেশ যেমন জিম্বাবুয়ে, কসোভা ইত্যাদি দেশ যুক্ত হয়।

1 মিলিয়ন ইউরো সমান বাংলাদেশি কত টাকা তা দেখতে হলে আমাদের কারেন্সি এর মানে যেতে হবে ।

এক মিলিয়ন সমান কত টাকা

এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মিলিয়ন ইউরো সমান 93,758,168.56 টাকা। যা সংখ্যায় দাঁড়াচ্ছে, 9 কোটি 37 লাখ 58 হাজার 168 দশমিক 56 টাকা । এটি বর্তমানে ইউরো এবং টাকার মান এর পার্থক্য। সুতরাং বুঝতেই পারছেন এক মিলিয়ন টাকা আর এক মিলিয়ন ইউরো কোন দিন সমান নয়।

পড়তে থাকুন, ১ মিলিয়ন সমান কত টাকা ?

আরো পড়ুন,

 

১ মিলিয়ন ডলার সমান কত টাকা

ইউরো এর মত ডল আরো অনেকগুলো দেশের কারেন্সি হিসেবে ব্যবহৃত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত কারেন্সি হলেও এর দাম ইউরো এর চেয়ে কম। একনজরে যেসব দেশ ডলার নিজের কারেন্সি হিসেবে ব্যবহার করে,

  •  মার্কিন যুক্তরাষ্ট্র
  •  পূর্ব তিমুর
  •  ইকুয়েডর
  •  এল সালভাদোর
  •  মার্শাল দ্বীপপুঞ্জ
  •  মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য
  •  পালাউ
  •  পানামা
  •  জিম্বাবুয়ে
  • মার্কিন অঞ্চলসমূহ
  •  আমেরিকান সামোয়া
  •  গুয়াম
  •  উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
  •  পুয়ের্তো রিকো
  •  মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ
  • অন্যান্য অঞ্চলসমূহ
  •  ক্যারিবিয়ান নেদারল্যান্ডস
  •  ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
  •  টার্কস্‌ ও কেইকোস দ্বীপপুঞ্জ

 

অপ্রাতিষ্ঠানিক ব্যবহারকারী ডলারের রয়েছে

১৫টি দেশ ও ৩টি অধীনস্থ এলাকাসমূহ।

1 মিলিয়ন ডলার সমান কত টাকা তা বের করতে হলে আমাদের আবারো টাকার মান এর হিসাব করতে হবে।

১ মিলিয়ন টাকা সমান কত

উপরের স্ক্রিনশটটা অনুযায়ী বর্তমানে 2022 সালে 1 মিলিয়ন ডলার সমান 85906330.00 , এটিকে কথাই বললে দাঁড়াচ্ছে 8 কোটি 59 লাখ ছয় হাজার 330 টাকা।

পড়তে থাকুন, ১ মিলিয়ন সমান কত টাকা ?

1 মিলিয়ন রিয়াল সমান কত টাকা?

রিয়াল সৌদি আরব ইরান সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কারেন্সি। তবে প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা হয়েছে। সামগ্রিক অর্থে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের কারেন্সির নাম রিয়াল হলেও আলাদা করে বলা হয় যে সৌদি রিয়াল, ইরানিয়ান রিয়াল ইত্যাদি।

রিয়াল এবং টাটার মানের পার্থক্য খুব একটা বেশি না হলেও সৌদি 1 রিয়াল সমান বাংলাদেশের 22 টাকা থেকে কিছু বেশি। নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন এবং 1 মিলিয়ন সমান কত টাকা তা লক্ষ্য করুন।

1 মিলিয়ন টাকা সমান কত

এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মিলিয়ন বা দশ লক্ষ রিয়াল সমান বাংলাদেশি 22899047.86 টাকা। এই সংখ্যাটিকে কথায় বললে দাঁড়াচ্ছে 2 কোটি 28 লক্ষ 99 হাজার 740 টাকা।

 

1 মিলিয়ন রুপি সমান কত টাকা?

রুপি হচ্ছে ভারতবর্ষের কয়েকটি দেশের কারেন্সির নাম যেমন, পাকিস্তান ভারত নেপাল শ্রীলংকা ইত্যাদি। তবে ভারতবর্ষের প্রত্যেকটি দেশের এই কারেন্সির মানি প্রায় সমান। বাংলাদেশের 1 টাকা সমান ভারতের এক টাকার সামান্য কিছু কম হতে পারে।

নিচের স্ক্রীনশট থেকে বুঝতে পাবো 1 মিলিয়ন বা দশ লক্ষ রুপি সমান কত টাকা।

এক মিলিয়ন টাকা সমান কত

এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মিলিয়ন রুপি সমান বাংলাদেশি 1118762.50 টাকা। যা সংখ্যায় দাঁড়াচ্ছে 11 লক্ষ 18 লক্ষ 762.50 টাকা।

 

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

১।১ মিলিয়ন সমান কত টাকা?

1 মিলিয়ন = বাংলাদেশি 10 লক্ষ টাকা।

২।১০ মিলিয়ন সমান কত লক্ষ ?

এক মিলিয়ন সমান দশ লক্ষ। সুতরাং বলতে পারি 10 মিলিয়ন সমান 100 লক্ষ বা এক কোটি।

৩।পঞ্চাশ বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার অংকে লেখ ?

এর উত্তর হচ্ছে, 5,00,03,01,53,800

৪।কত লাখে এক মিলিয়ন ?

10 লাখে এক মিলিয়ন

৫।১ মিলিয়ন বাংলাদেশের কত টাকা ?

এক মিলিয়ন সমান বাংলাদেশের 10 লক্ষ টাকা।

৬।১ মিলিয়ন সমান কত হাজার ?

1 মিলিয়ন সমান 1000 হাজার টাকা।

৭।মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর হিসাব ?

10 লক্ষ সমান এক মিলিয়ন। আর 1000 মিলিয়ন = 1 বিলিয়ন।

৮।১ কোটি সমান কত মিলিয়ন ?

1 কোটি সমান 10 মিলিয়ন। যেহেতু 10 লক্ষ সমান এক মিলিয়ন।

৯। ১ মিলিয়ন ডলার মানে কত টাকা ?

8 কোটি 59 লাখ ছয় হাজার 330 টাকা।

 

১০ ।কত টাকায় ১ মিলিয়ন ?

10 লক্ষ টাকায় 1 মিলিয়ন।

 

পরিশেষে,

আশা করি আপনি বুঝতে পেরেছেন, ১ মিলিয়ন সমান কত টাকা ? মিলিয়ন ও বিলিয়নের হিসাব। আমি আমার সাধ্যমত আপনাদের সমস্ত রকমের তথ্য দেওয়ার চেষ্টা করেছি।

আর্টিকেলটি সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে লিখে কমেন্ট করে জানাতে পারেন। এই আর্টিকেলটিতে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।

 ‌‌                >>>>>RealatedArticles<<<<<<

 

Similar Posts